বলিউড ও দক্ষিণী সিনেমার নতুন এক ট্রেন্ড তৈরি করেছে রি-রিলিজ কালচার! একসময় বক্স অফিসে মুখ থুবড়ে পড়া কিংবা বহু পুরনো হিট ছবিগুলোই ফের বড়পর্দায় ফিরছে, আর দর্শকের ভালোবাসায় হয়ে উঠছে সুপারহিট। দেখে নেওয়া যাক ২০২৫ সালের সবচেয়ে বেশি আয় করা ৮টি রি-রিলিজড ফিল্ম—
2
9
সনম তেরি কসম-( ৩৯.১৫ কোটি টাকা): প্রথমবার মুক্তির সময় বক্স অফিসে একেবারেই সাড়া ফেলতে পারেনি হর্ষবর্ধন রানে ও মৌরিনের এই রোম্যান্টিক ড্রামা। কিন্তু রি-রিলিজের পর দর্শক যেন নতুন করে প্রেমে পড়েছে ছবিটির প্রেমকাহিনিতে।
3
9
তুম্বার ( ৩৭.৫ কোটি টাকা): ভয় ও ফ্যান্টাসির এক অনন্য মিশেল ‘তুম্বার’। ২০১৮-র এই হরর ক্লাসিক ফের রি-রিলিজ হওয়ার পর বক্স অফিসে করেছে আগুনের কাজ, রোজ বাড়তে থেকেছে শো!
4
9
বাহুবলী: দ্যএপিক (৩৭ কোটি টাকা): এস. এস. রাজামৌলির মাস্টারপিস বাহুবলী দুই পর্বকে একত্র করে রি-রিলিজ করা হয়েছিল ‘দ্য এপিক’ নামে। সম্পূর্ণ গল্প এক ফ্রেমে দেখার অভিজ্ঞতাই দর্শকদের টেনেছে হলে, ফলে বক্স অফিসে ঝরেছে কোটি কোটি টাকা।
5
9
ঘিল্লি (২৬.৫ কোটি টাকা): তামিল ইন্ডাস্ট্রির কালজয়ী ব্লকবাস্টার ফের প্রেক্ষাগৃহে ফিরেছে এবার আরও জাঁকজমক নিয়ে। থালাপতি বিজয়ের ফ্যানদের উচ্ছ্বাসেই হল ভরেছে দর্শকে!
6
9
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি(২৫.৪ কোটি টাকা): রণবীর–দীপিকার রসায়ন যে এখনও ম্যাজিক তৈরি করে, সেটা ফের প্রমাণ করল এই রি-রিলিজ। প্রেম, বন্ধুত্ব আর ভ্রমণের নস্টালজিয়ায় মিশে গিয়েছে নতুন প্রজন্মও।
7
9
শোলে (১৩ কোটি টাকা): বলিউডের ইতিহাসে যে ছবির নাম চিরকালীন, সেটি ‘শোলে’। এবার নতুন প্রযুক্তিতে পুনঃমুক্তি পেয়ে ছবিটি ফের মনে করিয়ে দিল বীরু-জয়ের কিংবদন্তি বন্ধুত্বকে।
8
9
লায়লা-মজনু (১১৬ কোটি টাকা): প্রথম মুক্তিতে ফ্লপ হলেও তৃপ্তি দিমরির জাদু এবার দর্শকদের মুগ্ধ করেছে। প্রেক্ষাগৃহে নতুন প্রজন্ম আবিষ্কার করেছে এক অনবদ্য প্রেমকাহিনি।
9
9
রকস্টার (১১.৫ কোটি টাকা): ইমতিয়াজ আলির কাল্ট ফিল্ম ‘রকস্টার’ ফের রি-রিলিজে দর্শকের মন ছুঁয়েছে। রণবীর কাপুরের দুরন্ত অভিনয় ও এ. আর. রহমানের সুরে মিশে গেছে নস্টালজিয়ার স্রোত।