কর কাঠামো বদলে গিয়েছে দেশের। চার স্তরের বদলে এখন দেশে দ্বি-স্তরীয় কর কাঠামো। তবে এসবের মাঝেই ফের চর্চায় দেশের একমাত্র রাজ্য, যেখানে কোনও করই লাগে না। উত্তর-পূর্বের শান্ত পাহাড়ে লুকিয়ে রয়েছে এই জায়গা। কর কাঠামোয় কী হল, না হল, তা নিয়ে সেখানকার মানুষজনের তেমন কোনও মাথা ব্যথা নেই।
2
6
সিকিম। ভারতের একমাত্র করমুক্ত রাজ্য। সংবিধানের ৩৭১(এফ) ধারা এবং আয়কর আইনের ১০(২৬এএএ) ধারা অনুসারে, এই রাজ্যের জনগণ তাঁদের আয় নির্বিশেষে আয়কর প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত।
3
6
কেন এই নিয়ম? তথ্য, এই বিশেষ অব্যাহতি বা ছাড় ১৯৭৫ সালে সিকিমের ভারতের সঙ্গী একীভূত হওয়ার সময় থেকে শুরু হয়। সেই সময় সিকিমের জনগণের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য নির্দিষ্ট বিধান চালু করা হয়েছিল। ১৯৬১ সালের আয়কর আইন কার্যকর হয় না ওই রাজ্যের বাসিন্দাদের উপর। ১৯৭৫ সালের আগে থেকেই যাঁরা সিকিমে বসবাস করছিলেন, তাঁদের দিতে হয় না কর।
4
6
ফলস্বরূপ, সারা দেশের করদাতা তাঁদের আয়ের স্তরের উপর ভিত্তি করে আয়কর দিতে বাধ্য হলেও, সিকিমের বাসিন্দারা সম্পূর্ণ অব্যাহতি ভোগ করেন।
5
6
জানা যায়, এই নিয়মে সিকিমের স্থায়ী বাসিন্দা থাকা যেকোনও ব্যক্তি আয়কর প্রদান থেকে অব্যাহতি পাওয়ার অধিকারী। সিকিমের বাসিন্দাদের ভারতীয় সিকিউরিটিজ এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় প্যান (স্থায়ী অ্যাকাউন্ট নম্বর) বিবরণ প্রদানের প্রয়োজন নেই বলেই তথ্য।
6
6
কিন্তু বাইরে থেকে সিকিমে ব্যবসা বা অন্য কারণে গিয়ে বসতি গড়া ব্যক্তিরা এই সুবিধা পাবেন না।