আইপিএলের পৃথিবীতে কত অবাক করা কাণ্ডই না ঘটে। টাকার খেলা এই মেগা টুর্নামেন্টে। নিমেষে কেউ কোটিপতি হয়ে যেতে পারেন। আবার এমন সব ঘটনা ঘটে, যা কল্পনাও কেউ করতে পারবেন না।
2
9
এবারের আইপিএলে মাত্র ১৮ বল করার জন্য বিস্ময় বোলার নিয়েছেন ১০ কোটি টাকা। কল্পনা করা যায়!
3
9
গতবছরের মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস এই বোলারকে ১০.৭৫ কোটির বিনিময়ে দলে নিয়েছিল।
4
9
দলে নেওয়া হলেও মাত্র একটি ম্যাচ তিনি খেলেছেন দিল্লির হয়ে।
5
9
একটি ম্যাচ তিনি খেলেন। সেই ম্যাচটি ছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
6
9
গুজরাটের বিরুদ্ধে ৩ ওভার হাত ঘোরান তিনি। অর্থাৎ ১৮ বল। দিয়েছেন ৪৯ রান।
7
9
এই ১৮ বলের জন্যই ১০ কোটি টাকা আয় তাঁর।
8
9
এর পরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি খেলেননি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও শেষ ম্যাচে সুযোগ পাননি এই বোলার।
9
9
দিল্লির বোলিং বিভাগ এবার শক্তিশালী ছিল। মিচেল স্টার্ক, মুকেশ কুমার, মোহিত শর্মা, দুষ্মন্ত চামিরা এবং মুস্তাফিজুর রহমান। এই শক্তিশালী বোলিং বিভাগে টি নটরাজনের দলে ঢোকা সমস্যার ছিল। তাই একটির বেশি ম্যাচ খেলতে পারেননি নটরাজন। ওই তিন ওভারের জন্যই নটরাজন আয় করেছেন ১০ কোটি টাকা।