ক্রিকেট জীবনে বহু তরুণীর রাতের ঘুম কেড়েছেন। নায়কের মতো ছিল চেহারা। একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শোনা যায়, কলকাতায় যখন খেলতে আসতেন, এক বহু পরিচিত অভিনেত্রী নাকি আসতেন হোটেলে ইমরান খানের ঘরে।
2
7
এছাড়াও বিভিন্ন সময়ে জড়িয়েছেন একাধিক সম্পর্কে। বিয়ে করেছেন তিন বার। ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। খেলা ছাড়ার পর সোজা রাজনীতিতে। এখন অবশ্য জেলে তিনি।
3
7
ইমরানের প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি ছিলেন একজন ব্রিটিশ চিত্রনাট্যকার। টেলিভিশন, চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রযোজক। ১৯৯৫ সালে তাঁরা বিয়ে করেন। ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয়।
4
7
ইমরান–জেমাইমার দুই সন্তান। সুলাইমান ঈসা এবং কাসিম।
5
7
ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান। ২০১৪ সালের অক্টোবরে দু’জনে বিয়ে করেন। সেই বিয়ে টিকেছিল মাত্র এক বছর। বিচ্ছেদের পর ইমরানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন রেহাম।
6
7
২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান। যদিও এই বিয়ের বৈধতা নিয়ে রয়েছে প্রশ্ন।
7
7
বরাবরই বিতর্ক সঙ্গে হেঁটেছে। একাধিক অভিযোগে বিদ্ধ হয়ে ইমরান এখন রয়েছেন জেলে।