আরবিআই তার রেপো রেট কমানোর পর থেকেই দেশের বিভিন্ন ব্যাঙ্ক তাদের সুদের হার কমিয়েছে। সেখানে উল্লেখ্যভাবে কমছে ফিক্সড ডিপোজিটে সুদের হার।
2
10
তবে এরপরই দেশের কয়েকটি ব্যাঙ্কে ২ বছরের সময়সীমাতে আপনি ৭ শতাংশের বেশি হারে সুদ পেতে পারেন। এগুলি সবই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চালু রয়েছে।
3
10
সিএসবি ব্যাঙ্ক ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৭.৪ শতাংশ। এটি একটি বেসরকারি ব্যাঙ্ক। এখানে যদি ১ লাখ টাকা রাখেন তাহলে ২ বছর পর পাবেন ১.১৫ লাখ টাকা।
4
10
আরবিএল ব্যাঙ্ক ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৭.৩ শতাংশ। এখানে যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ১.১৫ লাখ টাকা।
5
10
বন্ধন ব্যাঙ্ক ২ বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৭.২৫ শতাংশ। যদি আপনি এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি ১.১৫ লাখ টাকা পাবেন।
6
10
ডিসিবি ব্যাঙ্ক ২ বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৭.১৫ শতাংশ। যদি এখানে ১ লাখ টাকা রাখেন তাহলে সেখান থেকে পাবেন ১.১৪ লাখ টাকা।
7
10
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ২ বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৭ শতাংশ। যদি এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে পাবেন ১.১৪ লাখ টাকা।
8
10
ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক ২ বছরের সময়ে ফিক্সড ডিপোজিটে দেবে ৬.৯ শতাংশ। যদি এখানে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পাবেন ১.১৪ লাখ টাকা।
9
10
কারুর বৈশ্য ব্যাঙ্ক ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদ দেবে ৬.৮৫ শতাংশ। এখানে যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি ১.১৪ লাখ টাকা পাবেন।
10
10
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।