ফিক্সড ডিপোজিট মানেই হল সকলের কাছে একটি ভরসার জায়গা। এখানে বিনিয়োগ করে অনেকেই ভাল রিটার্ন পেয়েছেন।
2
11
তবে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি যেখানে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। সেখানে বেশ কয়েকটি ছোটো ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদর হার দিচ্ছে।
3
11
ইকুইটি স্মল ফিনান্স ব্যাঙ্কে ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ মিলবে ৭.৬০ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৭.২৫ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৭.২৫ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৭ শতাংশ।
4
11
ইএসএএফ স্মল ফিনান্স ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদ মিলবে ৭.৬০ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৪.৭৫ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৬ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৫.৭৫ শতাংশ।
5
11
জানা স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ বছরের সুদ মিলবে ৮.২০ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৭.৫০ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ।
6
11
স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্কে ১৮ মাসের জন্য সুদ মিলবে ৮.৫০ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৬.৭৫ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৮.২৫ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ।
7
11
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে ৫ বছরে সুদ মিলবে ৮.৪০ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৭.৫০ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৮.১৫ শতাংশ।
8
11
উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে ২ বছরে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৭.৬৫ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৭.২০ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৭.২০ শতাংশ।
9
11
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কে ১০০১ দিনে সুদ মিলবে ৭.৭৫ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৬.৫০ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৭.২৫ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৭.২৫ শতাশ।
10
11
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে ২ থেকে ৩ বছরে সুদ মিলবে ৮ শতাংশ। ১ বছরে সুদ মিলবে ৬.২৫ শতাংশ। ৩ বছরে সুদ মিলবে ৮ শতাংশ। ৫ বছরে সুদ মিলবে ৭.৫০ শতাংশ।
11
11
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।