প্রতিশোধমূলক হত্যালীলা চলছে সিরিয়ায়। যার ভয়াবহতায় একপ্রকার শিউরে উঠছে গোটা বিশ্ব। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, দু’ দিনে সেখানে মৃত্যু ছড়িয়েছে হাজার। অকথ্য, অবর্ণনীয় অত্যাচার। মহিলাদেরনগ্ন করে হাঁটানো হচ্ছে রাস্তায়।
2
6
সিরিয়ায় বাশার আল-আসাদের জমানা শেষ। নতুন সরকারের শাসন কালে আসাদের অনুগামীদের উপর হামলার ঘটনা চলেছে আগেও। এবার ওই একই ছকে হামলা, তবে ভয়াবহতা বহুগুণ বেশি। আলাওয়াইট সম্প্রদায়ের উপর শুরু হওয়া আঘাত এবং প্রত্যাঘাতের প্রতিশোধমূলক হত্যার ভয়াবহতায় শিউরে উঠছে গোটা বিশ্ব।
3
6
উল্লেখ্য, আসাদের শাসনকালে আলাওইটরা সামরিক বাহিনীতে উচ্চ পদমর্যাদার পদ-সহ বহু সুযোগ সুবিধা ভোগ করেছে। আসাদ-জমানা শেষ হওয়ার পর থেকেই বারবার নিশানায় তারা।
4
6
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সহিংসতা সেখানে সাময়িকভাবে বন্ধ হয়েছে। সে দেশের বর্তমান সরকার বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলের দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে।
5
6
ঘটনা প্রসঙ্গে, অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় ৭৪৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সামনে থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছে নির্মমভাবে। ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আসাদের সশস্ত্র গোষ্ঠীর ১৪৮ জন জঙ্গিও নিহত হয়েছে।
6
6
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, খুনের পাশাপাশি চলেছে লুঠ। একাধিক জায়গায় বাড়িতে লুঠ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় বিদ্যুৎ, জলের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মহিলাদের খুনের আগে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে বলেও অভিযোগ।