ফিক্সড ডিপোজিটের সেরা খনি রয়েছে এখানেই, বিনিয়োগ করলেই মিলবে ভাল ফল

img

যদি নিজের ফিক্সড ডিপোজিট নিয়ে ভাবতে চান তাহলে সেখানে আপনার কাছে সেরা অপশন হতে পারে এসবিআই। এখানে বেশ কয়েকটি স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলেই ভাল রিটার্ন পেতে পারবেন।

img

এসবিআই অমৃত বৃ্ষ্টি স্কিমের সময় রয়েছে ৪৪৪ দিন। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ।

img

যদি এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে মেয়াদ শেষে পাবেন ৪২ হাজার ৯৯৪ টাকা। এখানে নিজের মতো করে বিনিয়োগ করতেই পারেন।

img

এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোডিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৫.৯৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৪৫ শতাংশ হারে সুদ।

img

এসবিআই প্যাট্ররনস ডিপোজিটে সুবিধা পাবেন সিনিয়র সিটিজেনরা। এখানে তারা সুদ পাবেন ৭.১৫ শতাংশ। এখানে ১ হাজার টাকা থেকে শুরু করে বিনিয়োগ করতে পারেন।

img

এই সবকটি স্কিমে থাকছে এসবিআইয়ের সমস্ত সুবিধা। থাকছে আয়কর সংক্রান্ত সুবিধাও। ফলে বিনিয়োগকারীরা নিশ্চিত মনে বিনিয়োগ করতে পারেন।

img

ছোটো সময়ের বিনিয়োগ থেকে শুরু করে লম্বা সময়, সবেতেই এসবিআই সমস্ত সুবিধা দেবে। তবে বিনিয়োগ করবেন নিজের মতো করেই।

img

এসবিআই ব্যাঙ্ক মানেই হল ভাল বিনিয়োগের পথ। যদি এখানে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন পাবেন।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য খতিয়ে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।