কোথাও লাল, কোথাও কমলা সতর্কতা, বাংলা সহ এই রাজ্যগুলিতে চরম দুর্যোগের পূর্বাভাস, রইল আবহাওয়ার মেগা আপডেট
পল্লবী ঘোষ
সোমবার, 28 জুলাই 2025
1
8
চেনা ছন্দে বর্ষা। টানা বৃষ্টিতে গলদঘর্ম দশা থেকে মুক্তি। তাপমাত্রার পারদ নিম্নমুখী। কিন্তু টানা প্রবল বৃষ্টির জেরেই ভোগান্তির শেষ নেই রাজ্যে রাজ্যে। চলতি সপ্তাহের শুরুতেও একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে রাজ্যে জারি রয়েছে লাল, কমলা ও হলুদ সর্তকতা।
2
8
আজ, সোমবার রাজস্থানে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থানে।
3
8
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কর্ণাটক, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তরপ্রদেশে। এই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
4
8
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও একাধিক রাজ্যে। এদিন বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, গোয়া, পশ্চিমবঙ্গ ও সিকিমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
8
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল ও মাহে, লাক্ষাদ্বীপ, ওড়িশা ও তামিলনাড়ু, পুদুচেরিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট তুলনামূলক বেশি থাকবে। এই এলাকায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
8
আজ, সোমবার দিল্লিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর রাজধানী ও সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
8
8
একটানা বৃষ্টির জেরে দিল্লি এখনও জলমগ্ন। আইটিও, মিন্টো ব্রিজ, গুরুগ্রামের একাংশে এখনও জল যন্ত্রণায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। সোমবারেও পরিস্থিতির উন্নতি হবে না। আবারও জল জমার জেরে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে।