পর্ন দেখলে লিঙ্গ শিথিলতার আশঙ্কা বাড়ে? বিস্ফোরক তথ্যে কী বললেন গবেষকরা?

img

আজকাল ওয়েবডেস্ক: ইয়েকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা ক্রমেই বাড়ছে পুরুষদের মধ্যে। সাম্প্রতিক একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে ৪০ বছরের কম বয়সি ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন এই সমস্যায়।

img

লিঙ্গ শিথিলতার সঙ্গে কি অতিরিক্ত পর্ন ছবি দেখার কোনও যোগ রয়েছে? গবেষণা চলছে সেই বিষয়েও। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ৯৪১ জনের উপরে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা যায় ৮৭ শতাংশ মানুষ নিয়মিত পর্ন ছবি দেখেন।

img

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ৪০ বছর পেরিয়ে গেলে ৪০ শতাংশ মানুষ সামান্য হলেও লিঙ্গ শীতলতা অনুভব করেন।

img

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সরাসরি সম্পর্ক না থাকলেও পর্নের সঙ্গে লিঙ্গ শিথিলতার পরোক্ষ যোগাযোগ থাকতে পারে।

img

পর্ন দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক থেকে কিছু বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। যা মস্তিষ্ককে উত্তেজিত করে এবং মস্তিষ্ক দেহে বিশেষ ধরনের নির্দেশ পাঠায়। এই নির্দেশের ফলেই যৌনাঙ্গে রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। এবং যৌন উদ্দীপনা দেখা দেয়।

img

কিন্তু অতিরিক্ত পর্ন দেখলে মস্তিষ্ককে নিয়মিত একই কাজ করে যেতে হয়। এর ফলে ধীরে ধীরে মস্তিষ্কের উত্তেজিত হওয়ার ক্ষমতা কমে আসে। এর পর একই ধরনের যৌন উদ্দীপনাতেও আর উত্তেজিত হয় না মস্তিষ্ক। ফলে উত্থিত হয় না লিঙ্গ।

img

তবে এটি নিতান্তই গৌণ একটি কারণ। সংবহনতন্ত্রের সমস্যা, হার্টের সমস্যা, রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস এবং স্থূলতার কারণেই মূলত লিঙ্গ শিথিলতা তৈরি হয়।