উৎসবের মরশুমে বিভিন্ন ইলেকট্রনিক গুডসের ওপর ছাড় দেওয়া হয়ে থাকে। সেই তালিকায় থাকে স্মার্টফোনও। অ্যান্ড্রয়েড তো বটেই, বিপুল ছাড় মিলেছিল আইফোন কেনার ক্ষেত্রেও।
2
7
কিন্তু ক্রেতাদের জন্য সুখের সময় শেষ হতে চলেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে বছরের শেষে বাড়তে চলেছে ফোনের দাম। ফোন কিনতে গেলে এবার থেকে পকেট ভারী করে যেতে হবে স্টোরে।
3
7
উৎসবের সময়ে ব্যাপক ডিসকাউন্টে অনেকেই আইফোন বা পিক্সেল বা স্যামসাংয়ের টপ মডেলের ফোন কিনেছেন। তবে এবার চড়া হতে চলেছে বাজার। ফলে, আগামী কয়েক সপ্তাহে ফোন কিনতে গেলে বৃদ্ধি করা দামেই কিনতে হবে।
4
7
সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, ফোনের দাম ইতিমধ্যেই ২০০০ টাকা বেড়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসা নতুন ফোনগুলির দাম আগের সংস্করণের চেয়ে ৬০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
5
7
জানা যাচ্ছে, ফোনের বিভিন্ন স্পেয়ার পার্টসের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার মূল্য কমে যাওয়াটাও বড় কারণ। এআই টেকনোলজিকে উন্নত করতেও বাড়ছে খরচ।
6
7
ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভোর মতো নামী সংস্থাগুলি খুব শীঘ্রই নতুন মডেল লঞ্চ করবে বাজারে। জানা যাচ্ছে, এই ফোনগুলির দাম অনেকটাই চড়া হতে পারে লঞ্চ করার পর।
7
7
উল্লেখ্য, রিপোর্টে বলা হয়েছে বাজারে বর্তমানে যে ফোনগুলি রয়েছে সেগুলিরও দাম বাড়তে পারে আগামী দিনে। ফলে, নতুন মডেলের পাশাপাশি ইতিমধ্যএই লঞ্চ করা ফোন কিনতে গেলেও পকেট ভারী করে দোকানে যেতে হবে ক্রেতাদের।