২০২১-এ মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'শেরশাহ'। ওই ছবিতে প্রথম জুটি সিদ্ধার্থ মলহত্র-কিয়ারা আদবানি। এসেই সুপারহিট দু’জনে। এই ছবিতেই তাঁদের প্রেমের সূত্রপাত। ‘শেরশাহ’ ছবির সেট থেকে প্রেম শুরু কিয়ারা ও সিদ্ধার্থের। পর্দায় দু’জনের রসায়ন পছন্দ হয়েছিল দর্শকের।
2
7
কর্ণ জোহরের শো ‘কফি উইথ কর্ণ’-তে এসে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন যুগলে।
3
7
কফি কাউচ থেকে করণকে কিয়ারা জানিয়েছিলেন, রোমে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই তাঁকে বিয়ের জন্য প্রপোজ করেছেন সিদ্ধার্থ। 'শেরশাহ' ছবির রোম্যান্টিক সংলাপ আউড়ে কিয়ারাকে প্রপোজ করেছিলেন তাঁর প্রেমিক।
4
7
২০২৩-এর ফেব্রুয়ারিতে চারহাত এক করেন তারকা দম্পতি। মরুভূমির মাঝে সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। জয়সলমেরে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা।
5
7
বিয়ের প্রথম জন্মদিনে দিন কয়েকের জন্য একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। ঘরে চেপে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। সেটাই ছিল কিয়ারাকে সিদ্ধার্থের উপহার।
6
7
সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছে ‘যোদ্ধা’ছবিতে। এ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’সিরিজেও কাজ করেছেন অভিনেতা। কিয়ারাকে দেখা গিয়েছে ‘গেম চেঞ্জার’-এ। এইমুহূর্তে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ছবিতেও অভিনয় করছেন তিনি।
7
7
নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে আসছে খুলে সদস্য। শুক্রবার সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই বিয়ের দু' বছরের মাথায় সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।"