“যাঁকে ভাই বলে পরিচয় দিত, সেই হঠাৎ করে প্রেমিক হয়ে গেল, তারপর স্বামীও হয়ে গেল।” অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন স্বামী।
2
8
শ্বেতা পরিচিতি লাভ করেন হিন্দি ধারাবাহিক কসৌটি জিন্দেগি কি থেকে। ধারাবাহিকে প্রেরণার চরিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি, বিগ বস সিজন-৪ এও বিজয়ী হন তিনি।
3
8
১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক রাজা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্বেতা। তাঁদের এক কন্যাসন্তানও হয়। কিন্তু ২০১২ সালে ভেঙে যায় সম্পর্ক।
4
8
এই বিচ্ছেদকে ঘিরে তুমুল বিতর্ক হয় সেসময়। রাজার বিরুদ্ধে হেনস্থার অভিযোগে আনেন শ্বেতা। সেই রাজাই এবার পাল্টা অভিযোগ আনলেন প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে।
5
8
কটি হিন্দি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজা অভিযোগ করেন, কোর্টের আদেশ সত্ত্বেও মেয়ে পালকের সঙ্গে তাঁকে দেখা করতে দেন না শ্বেতা।
6
8
২০১৩ সালে শ্বেতা অভিনব কোহলিকে বিয়ে করেন। তাঁদের এক পুত্র সন্তান হয়। কিন্তু দ্বিতীয় সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদেরও।
7
8
রাজার অভিযোগ, অভিনবের সঙ্গেও একই রকম আচরণ করছেন শ্বেতা। তাঁকেও ছেলের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
8
8
অভিনব কোহলির প্রসঙ্গ উঠতেই, রাজা জানান প্রথম যখন অভিনবের সঙ্গে আলাপ হয়, তখন শ্বেতা তাঁকে ভাইয়ের বন্ধু, এবং ভাই বলেই পরিচয় দেন। কিন্তু তাঁর সঙ্গেই পরকীয়ার কথা শুনে অবাক হয়ে যান রাজা।