ডিসেম্বরের ৬ তারিখ অর্থাৎ আজই তৈরি হচ্ছে শুক্র শনি যোগ। শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই যোগ তৈরি হবে, যেখানে এই দুই গ্রহের মধ্যে ১০৮ ডিগ্রির কোণ তৈরি হবে।
2
5
জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র শনি শুভযোগের কারণে মানসিক শান্তি বৃদ্ধি পায়, ইতিবাচক ভাবনা জায়গা করে নেয়। এই বিরল যোগের কারণে লাভবান হবে তিনটি রাশির জাতকেরা। তালিকায় আছেন কারা?
3
5
বৃষ: এই যোগের কারণে আর্থিকভাবে লাভবান হবেন বৃষ রাশির জাতকেরা। এঁরা এই সময় যদি কিছুতে বিনিয়োগ করেন, মোটা অঙ্কের রিটার্ন পাবেন। কর্মক্ষেত্রে স্থিরতা, শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা লাভের মুখ থাকবেন। পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে।
4
5
কর্কট: বুদ্ধি বিবেচনার ক্ষমতা বাড়বে এই সময়। যাঁরা লেখাপড়া বা লেখালিখির সঙ্গে যুক্ত, তাঁরা তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। বিনিয়োগ করলে বিবেচনা করে বুঝে করবেন।
5
5
কন্যা রাশি: কেরিয়ার থেকে সামাজিক প্রতিষ্ঠা সবই বৃদ্ধি পাবে এই সময়। দীর্ঘ সময় ধরে যে কঠোর পরিশ্রম করছেন, তার ফল পাবেন। কোনও পুরনো কাজ যা বহুদিন ধরে আটকে রয়েছে সেটা সফল হয়ে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। নতুন কোনও প্রজেক্ট শুরু করতে চাইলে এটাই আদর্শ সময়।