বলিউডে গ্যাংস্টার সিনেমার ইতিহাসে কম্পানি আজও এক অনন্য অধ্যায়। দু’দশক পেরিয়ে গেলেও আজও দর্শক ভুলতে পারেন না অজয় দেবগণের ‘মালিক’ চরিত্রটিকে। ঠান্ডা মাথার, সংযত অথচ ভয়ঙ্কর উপস্থিতি। কিন্তু জানেন কি, এই চরিত্রটি রাম গোপাল বর্মা শাহরুখ খানের জন্য ভেবেই প্রথমে লিখেছিলেন!
2
8
সম্প্রতি, এক সাক্ষাৎকারে রামু ফাঁস করলেন এই বিস্ফোরক তথ্য। পরিচালক জানালেন, “প্রথমে গল্পটা আমি শাহরুখকে শুনিয়েছিলাম। উনি আগ্রহও দেখিয়েছিলেন।
3
8
কিন্তু একবার দেখা করার পরই বুঝলাম, এই চরিত্রের সঙ্গে ওর সেই স্বাভাবিক এনার্জিটা ঠিক মানাচ্ছে না।”
4
8
রামুর কথায়, “শাহরুখের মধ্যে এমন একটা চটপটে, প্রাণবন্ত এনার্জি আছে, যা ‘মালিক’-এর মতো ঠান্ডা, হিসেবি, স্থির চরিত্রের সঙ্গে খাপ খাবে না। এটা অভিনয়ের প্রশ্ন নয়, পর্দার ব্যক্তিত্বের প্রশ্ন।”
5
8
আর সেখানেই এল অজয়ের নাম। রাম গোপাল বর্মা বলেন, “অজয়ের মধ্যে এক ধরনের প্রকৃত শান্ত ব্যাপার আছে। সে কম কথা বলে, কিন্তু তার উপস্থিতি গভীর। আমি বুঝলাম, এই চরিত্রের জন্য ও-ই একদম উপযুক্ত।” পরিচালকের কথায়, “শাহরুখ দারুণ অভিনেতা, কিন্তু তাকে এমন সংযত চরিত্রে মানিয়ে নেওয়া অন্যায় হত। ওর প্রতিভার সঙ্গেও, ছবির সঙ্গেও।”
6
8
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোম্পানি’-তে অজয় দেবগনের সঙ্গে ছিলেন বিবেক ওবেরয় ও মনীষা কৈরালা। ছবিটি তৎকালীন সময়ের সবচেয়ে প্রশংসিত ক্রাইম ড্রামাগুলির একটি হয়ে ওঠে।
7
8
এর আগেই বর্মার ‘সত্যা’ (১৯৯৮) দর্শকদের গ্যাংস্টার জগতের বাস্তব চেহারা দেখিয়েছিল। ‘সত্যা’, ‘কোম্পানি’ এবং ‘ডি’ -এই তিনটি ছবি মিলেই আজ বর্মার ‘গ্যাংস্টার ট্রিলজি’ নামে খ্যাত, যা বলিউডের অপরাধ-নির্ভর সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
8
8
এবার জানা গেল, ‘কোম্পানি’ দেখতে সম্পূর্ণ ভিন্ন রকমও হতে পারত। যদি শাহরুখ খান-ই হয়ে উঠতেন মালিক!কিন্তু যেমনটা প্রবাদে বলে, “সঠিক কাস্টিং কখনও জোরে নয়, নিঃশব্দেই ঘটে যায়।” রাম গোপাল বর্মার সেই নীরব সিদ্ধান্তই আজ ইতিহাস।