দিনের শুরুতে দুর্বল সূচনার পর ক্রমশ ঘুরে দাঁড়িয়েছে বাজার। দুপুর নাগাদ নিফটি সূচক প্রায় ৫০ পয়েন্ট উপরে উঠে ২৬,০০০-এর ওপরে অবস্থান করছে। সেনসেক্স–ও ১০০ পয়েন্টের বেশি বেড়ে ৮৫,২০০-এর কাছাকাছি ঘোরাফেরা করছে।
2
9
টানা চার দিন ধরে নিফটি সূচক নিম্নমুখী থাকার পর আজকের সেশনে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। ট্রেডারদের মতে, যদিও বাজারে অনিশ্চয়তা এখনও প্রবল, তবে নিচের দিক থেকে শক্ত প্রতিরোধ গড়ে উঠতে পারে—যা বুলদের মনোবল ফিরিয়ে এনেছে।
3
9
এদিকে, আবারও শিরোনাম দখল করেছে ভারতীয় টাকার দুর্বলতা। মার্কিন ডলারের বিপরীতে টাকা নেমে গেছে নতুন ঐতিহাসিক তলানিতে ৯০.৪২। টাকার এই পতন আমদানি নির্ভর খাতগুলির জন্য বিরূপ হলেও রপ্তানি নির্ভর আইটি শিল্প একে স্বাগত জানিয়েছে।
4
9
টাকা দুর্বল হলে বিদেশি মুদ্রায় আয় করা আইটি কোম্পানিগুলোর লাভ বাড়ে। এর ফলেই নিফটি আইটি সূচক উর্ধ্বমুখী, এবং বাজারে আইটি শেয়ারগুলোতে জোরদার ক্রয়চাপ দেখা গেছে। TCS, Infosys, Wipro—মুখ্য তিন প্রযুক্তি জায়ান্টের শেয়ারই স্পষ্টভাবে সবুজ চিহ্নে রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি টাকা এই দুর্বল অবস্থানে স্থায়ী হয়, তাহলে আইটি সেক্টর সাময়িকভাবে বাজারের প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
5
9
ব্যাঙ্কিং সূচক আজকের বাজারে দোলাচলের কেন্দ্রে রয়েছে। সূচকটি লাল ও সবুজ—দুটি অঞ্চলের মধ্যেই যাতায়াত করছে। বিশেষজ্ঞদের মতে, নিফটি ব্যাঙ্কের জন্য ৫৯,৫০০ একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধস্তর। সূচকটি যদি এই স্তর ভেঙে উপরে উঠতে পারে, তাহলে স্বল্পমেয়াদে আরও শক্তিশালী র্যা লি দেখা যেতে পারে।
এদিনের বাজারে সামগ্রিকভাবে তিনটি বিষয় বিশেষভাবে নজর কাড়ছে। টাকার দুর্বলতা এবং তার ইতিবাচক প্রভাব আইটি সেক্টরে। মেয়াদোত্তীর্ণ দিনের অস্বাভাবিক ওঠানামা, যা ইনডেক্সে ঘন ঘন দিক পরিবর্তন ঘটাচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরের অনিশ্চয়তা, যেখানে প্রাইভেট ব্যাঙ্ক ও PSU ব্যাঙ্কের পারফরম্যান্সে বড় বৈষম্য দেখা যাচ্ছে।
8
9
বাজার পর্যবেক্ষকদের মতে, ডেরিভেটিভস এক্সপায়ারির দিনে সূচকগুলো এমন দোলাচল প্রদর্শন করাই স্বাভাবিক। পরবর্তী সেশন আরও অস্থির হতে পারে, কারণ ট্রেডাররা তাদের পজিশন বাড়ানো বা কাটছাঁট করার দিকে ঝুঁকবেন।
9
9
সামগ্রিকভাবে, ভারতীয় শেয়ারবাজার আজ মিশ্র সংকেত দিচ্ছে। দুর্বল টাকা আইটি সেক্টরকে শক্তিশালী করলেও ব্যাঙ্কিং ও বিস্তৃত বাজার এখনও চাপের মধ্যে। দিনের শেষে সূচক কোন দিকে স্থির হয়, সেটিই হবে বিনিয়োগকারীদের জন্য প্রধান দেখার বিষয়।