সোমবার সারারাতের বৃষ্টিতে জলের তলায় শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। ইতিমধ্যেই, স্কুল-কলেজে পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীরা আসতে না পারলে ছুটি কাটা যাবে না।
2
5
তবে রাস্তায় বেরোতে হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। ইতিমধ্যেই, রাস্তায় নেমে পড়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। জানা গিয়েছে, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
3
5
সোমবার রাতের বৃষ্টিতে জল জমার পাশাপাশি কোথাও কোথাও গাছ ভেঙে পড়ারও খবর মিলেছে। ফলে, যানজট স্বাভাবিক করতে কর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন।
4
5
কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করা হয়েছে। রাস্তায় জল জমে থাকার ফলে সকাল থেকে শহর জুড়ে ব্যাপক যানজট। দেখা গিয়েছে, জমা জলে দাঁড়িয়েই ট্রাফিক সামলাচ্ছেন পুলিশকর্মীরা।
5
5
পাশাপাশি, স্থানীয় থানার পুলিশরাও তাঁদের থানা এলাকায় খোঁজখবর রাখছেন। শহরবাসীকে জানানো হয়েছে, খুব প্রয়োজন ছাড়া যেন তাঁরা বাড়ি থেকে না বেরোন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিমও।