জয়ের উৎসবে হাহকার। যে দৃশ্যকল্প মাথায় নিয়ে এসছিলেন লক্ষ লক্ষ মানুষ, আর যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন, দুইয়ের মাঝে আকাশ-পাতাল ফারাক। সকলেই এসেছিলেন জয়ের উৎসবে সামিল হতে। কর্ণাটক সরকার প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানিয়েছেন, প্রাণ গিয়েছে ১১ জনের। আহত ৩৩।
2
9
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় তোপের মুখে কংগ্রেস সরকার। বিজেপি কংগ্রেস সরকারের অব্যবস্থা, পরিকল্পনা ছাড়াই আয়োজনের দিকে আঙুল তুলেছেন। আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর দিকেও। কর্ণাটক বিজেপি বলছে, কংগ্রেস সরকারের হাতে রক্ত লেগে আছে।
3
9
ঘটনার পরেই, সিদ্দারামাইয়ার রাজনৈতিক সচিব নাসির আহমেদ জানিয়েছিলেন, এই পরিমাণ ভিড় হতে পারে, কল্পনাতেও ছিল না। প্রায় একই সুর শোনা গিয়েছিল উপমুখ্যমন্ত্রীর গলাতেও।
4
9
বুধবার সন্ধেয় মর্মান্তিক ঘটনার পর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামটিতে ৩৫,০০০ আসন রয়েছে, তবে আনুমানিক দুই থেকে তিন লক্ষ লোক উপস্থিত হয়েছিল। আমরা এত বিশাল জনসমাগম আশা করিনি, আমরা কেবল স্টেডিয়ামের ধারণক্ষমতার সমান জনসমাগম আশা করেছিলাম।‘
5
9
সিদ্দারামাইয়া নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেন বুধবার সন্ধেয়।
6
9
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোক প্রকাশ করেছেন। পিএমও ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বার্তা দেওয়া হয়েছে। প্রিয়জনদের হারিয়েছেন যাঁরা তাঁদের সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
7
9
অন্যদিকে কর্ণাটক বিজেপি সোশ্যাল মিডিয়ায় সরাসরি আঙুল তুলেছে কংগ্রেসের দিকে। পোস্টে লেখা, ' বাইরে যখন নিরপরাধ মানুষেরা মারা যাচ্ছিলেন, তখন শিবকুমার-সিদ্দারামিয়া ক্রিকেটারদের সঙ্গে রিল শুটিং এবং লাইমলাইটে ব্যস্ত ছিলেন। এই ছবি তোলা কংগ্রেস সরকারের প্রতি লজ্জা।‘
8
9
কংগ্রেসকে চরম কটাক্ষ করে বিজেপির মত, এটা অপরাধমূলক অবহেলা। কংগ্রেস সরকারের হাতে রক্ত লেগে আছে।
9
9
প্রত্যক্ষদর্শীরা সংবাদ্মাধ্যমে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়য়ে পড়া ভিডিওতেও দেখা গিয়েছেন বিশৃঙ্খলতার ছবি।