করোনা। কোভিড ১৯। অতিমারীর ভয়াবহ কাল পেরোলেও, সেই ভয়, আতঙ্ক আর ওই সময়কালের দগদগে ক্ষত এখনও শুকোয়নি। তার মাঝেই, বারেবারে হানা দিয়েছে করোনার নয়া নানা প্রজাতি, উপপ্রজাতি। এবার ফের থাবা করোনার নয়া উপপ্রজাতির।
2
9
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, আমেরিকায় কোভিড ১৯-এর নয়া উপপ্রজাতি স্ট্র্যাটাস-থাবা বসাচ্ছে। এই উপপ্রজাতির সংক্রমণ বাড়ছে হু হু করে। গত মাসেই সিডিসি, অর্থাৎ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছিল, সেপ্টেম্বরে গড়ে ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার।
3
9
আমেরিকার অন্তত ১৯টি রাজ্যের বাসিন্দা ওই উপপ্রজাতিতে আক্রান্ত বলে জানা গিয়েছে রিপোর্টে। তথ্য, আবহাওয়ার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা-সহ একাধিক উপসর্গ নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র এবংব্রিটেন জুড়ে কোভিড-১৯ এর সংক্রামক স্ট্রেন বৃদ্ধি পাচ্ছে।
4
9
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-র তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের উনিশটি রাজ্যে বর্জ্য জলে XFG কোভিড-১৯ উপপ্রজাতি, যা স্ট্র্যাটাস সংক্রমণ ছড়াচ্ছে।
5
9
স্ট্রাটাসের দুটি প্রধান রূপ রয়েছে- XFG এবং XFG.3। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) XFG কে 'পর্যবেক্ষণাধীন রূপ' হিসেবে উল্লেখ করেছে। বিশ্বব্যাপী, XFG-তে বর্তমানে প্রচারিত অন্যান্য রূপের তুলনায় সর্বোচ্চ আপেক্ষিক বৃদ্ধি অনুমান করা হয়েছিল, যার মধ্যে সাম্প্রতিক "নিম্বাস" NB.1.8.1 অন্তর্ভুক্ত রয়েছে।
6
9
এই প্রসঙ্গে উল্লেখ্য, দুটি ওমিক্রন উপ-প্রজাতির শংকর, XFG, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম শণাক্ত করা হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে।
7
9
সাম্প্রতিক সময়ে নেভাদা, উটাহ, কানেকটিকাট এবং ডেলাওয়্যার সংক্রমণ সর্বোচ্চ মাত্রার লক্ষণীয়। রিপোর্টের তথ্য তেমনটাই।
8
9
যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিস্থিতি বিচারে মনে করা হচ্ছে, এই সংক্রমণ খুব একটা উদ্বেগের নয়। তাঁদের মতে, ভাইরাসগুলির রূপান্তর এবং পরিবর্তন স্বাভাবিক।
9
9
এই উপপ্রজাতির সংক্রমণের কয়েকটি সাধারণ লক্ষণ হল- গলা ব্যথা, কাশি, নাক বন্ধ হওয়া বা সর্দি, জ্বর বা ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, ক্লান্তি, মাথাব্যথা, পেশী ব্যথা, বমি বমি ভাব, বমি বা ডাইরিয়া।