একজন জন প্রবীণ নাগরিক এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ১ বছরের ফিক্সড ডিপেজিটে (এফডি) বার্ষিকক ৭ শতাংশ সুদ পান। ব্যাঙ্কটি ৩ বছর এবং ৫ বছর মেয়াদী এফডি-তে যথাক্রমে ৭.২০ শতাংশ এবং ৭.১৫ শতাংশ সুদের হার পেয়ে থাকেন।
2
10
এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫,০০,০০০ টাকার ১ বছরের এফডি-তে ৫,৩৫,৯৩০ টাকা, ৩ বছরে ৬,১৯,৩৬০ টাকা এবং ৫ বছর মেয়াদে ৭,১২,৬২২ টাকা রিটার্ন দিয়ে থাকে।
3
10
আইসিআইসি ব্যাঙ্ক ১ বছর মেয়াদী এফডি পরিকল্পনায় প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭ শতাংশ সুদের হার দেয়। ৩ বছর এবং ৫ বছর মেয়াদী এফডি-তে ৭.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে।
4
10
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫,০০,০০০ টাকার ১ বছরের এফডি-তে ৫,৩৫,৯৩০ টাকা, ৩ বছরের এফডিতে ৬,২০,২৭৩ টাকা ৫ বছরের এফডি ৭,১৬,১৩০ টাকা রিার্ন দেয়।
5
10
বন্ধন ব্যাঙ্ক ১ বছরের এফডি স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ সুদ দেয়। ৩ বছরের এবং ৫ বছরের এফডি পরিকল্পনায় প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক যথাক্রমে ৭.৭৫ শতাংশ এবং ৬.৬০ শতাংশ সুদের হার দেয়।
6
10
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫,০০,০০০ টাকার ১ বছরের এফডি-তে ৫,৪২,৫৪৪ টাকা। ৩ বছরের এফডি-তে ৬,২৯,৪৭৪ টাকা এবং ৫ বছরের এফডি-তে ৬,৭৩,৪২৮ টাকা রিটার্ন দেয়।
7
10
ফেডারেল ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ১ বছরের এফডিতে ৭.২৫ শতাংশ সুদ দেয়। ৩ বছর এবং ৫ বছরের এফডিতে ৭.৪০ শতাংশ সুদ দেয়।
8
10
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৫,০০,০০০ টাকার ১ বছরের এফডি-তে ৫,৩৭,২৪৮ টাকা, ৩ বছরের এফডি-তে ৬,২৩,০২১ টাকা এবং ৫ বছরের এফডি-তে ৭,২১,৪২৪ টাকা রিটার্ন দেয়।
9
10
১০ বছরের এফডি-তে সুদের হার: আইসিআইসিআই ব্যাঙ্ক ৭.২০ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক: ৬.৯০ শতাংশ, বন্ধন ব্যাঙ্ক: ৬.৬০ শতাংশ, ফেডারেল ব্যাঙ্ক: ৭ শতাংশ।
10
10
১০ বছরের এফডিতে ৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর মেয়াদপূর্তির পরিমাণ, আইসিআইসিআই ব্যাঙ্ক: ১০,২০,৬৬০ টাকা, এইচডিএফসি ব্যাঙ্ক: ৯,৯১,০১০ টাকা, বন্ধন ব্যাঙ্ক: ৯,৬২,২০০ টাকাব এবং ফেডারেল ব্যাঙ্ক: ১০,০০,৭৯৯ টাকা।