জ্যোতিষশাস্ত্রে কেতু গোচরের দারুণ গুরুত্ব রয়েছে। এর যেমন কুফল রয়েছে, তেমনই সুফলও ভোগ করে কিছু রাশির জাতকেরা। ২০২৬ সালের ২৯ মার্চ কেতু গোচর হবে। জেনে নিন তার সুফল পাবেন কারা।
2
5
বর্তমানে কেতু বসে রয়েছেন সিংহ রাশিতে। ২০২৬ এর শেষে যাবে কর্কট রাশিতে। এছাড়া দুইবার নক্ষত্র পরিবর্তন করবে। আগামী ২৯ মার্চ পূর্বফাল্গুনী নক্ষত্র থেকে মাঘা নক্ষত্রে প্রবেশ করবে। আবার ২০৩৬ এর ৫ ডিসেম্বর সেই নক্ষত্র থেকে যাবে অশ্লেষা নক্ষত্রে। এর জেরে কারা লাভবান হবেন।
3
5
কন্যা: কেতু গোচর এই রাশির জাতকদের জন্য অত্যন্ত সুখকর হতে চলেছে। এতদিন ধরে যে জটিলতা, বাধার মুখোমুখি হতে হচ্ছিল সেটা দূর হবে। কর্মক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন সেটাও ধীরে ধীরে মিটবে। আয় বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে।
4
5
তুলা: কেরিয়ারে উন্নতি নিশ্চিত এই রাশির জাতকদের। পদোন্নতি হওয়ার সুযোগ আসতে পারে। পরিচিতি, খ্যাতি বাড়বে। যাঁরা ব্যবসায়ী তাঁরা বিপুল লাভের মুখ দেখবেন। নতুন কোনও কাজ শুরু করার ভাবনাচিন্তা থাকলে করতে পারেন।
5
5
মকর: ভাগ্য এই রাশির জাতকদের সহায় থাকবে। যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ করলে লাভবান হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। নতুন চাকরি খুঁজছেন যাঁরা, তাঁরা এই সময় সফলতা পাবেন।