ডোলান্ড ট্রাম্প এবং কাই ট্রাম্প। গলফ কোর্টে দুজনের নিছক হালকা-চালে কথাবার্তা। সেই কথাই এখন ভাইরাল সোশ্যাল মিডয়ায়।
2
8
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ভেনেসা ট্রাম্পের প্রথম সন্তান কাই ম্যাডিসন ট্রাম্প। জন্ম ২০০৭-এ। অর্থাৎ সম্পর্কে তাঁরা ঠাকুরদা-নাতনি।
3
8
এর আগেও নানা সময়ে, নানা জায়গায় ট্রাম্পের সঙ্গে দেখা গিয়েছে কাই-কে। কাইয়ের নানা ছোটবেলার ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। কাই কিছুটা বড় হওয়ার পর, অনেকেই বলে থাকেন, তিনি হুবহু ট্রাম্পের মেয়ের মতোই দেখতে হয়েছেন।
4
8
আচমকা গলফ খেলতে গিয়ে সেই কাই, ঠাকুরদা ট্রাম্পকে জিজ্ঞাসা করে বসেছে একটি প্রশ্ন। জিজ্ঞাসা করেছে, ট্রাম্পের কি সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। নাকি এখনও সপ্নের পিছনে দৌড়ান মার্কিন মুলুকের প্রেসিডেন্ট?
5
8
উত্তর দেওয়ার আগে ট্রাম্প বলেন, নাতনির প্রশ্নপ নাকি একেবারে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের মতো। একটু ফাঁকা সময়ে গলফ খেলতে গিয়েছেন, নাকি টেলিভিশনে গিয়েছেন ইন্টারভিউ দিতে, বুঝতেই পারছেন না।
6
8
যদিও ট্রাম্প তার পরেই জানান, প্রেসিডেন্ট হওয়া তাঁর স্বপ্ন ছিল। এখন তিনি প্রেসিডেন্ট মার্কিন মুলুকের। তবে সব স্বপ্ন এখনও পূরণ হয়নি। এখন তিনি চান 'গ্রেট প্রেসিডেন্ট' হতে।
7
8
কথোপকথনের মাঝেই নাতনি বলে ওঠেন, প্রেসিডেন্ট হিসেবে খুব ভাল কাজ করছেন ট্রাম্প।
8
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, ১০ জন নাতি-নাতনি রয়েছে। তবে তাদের মধ্যে নির্বাচনী প্রচার হোক কিংবা ফাঁকা সময়ে গলফ খেলা, ট্রাম্পের সঙ্গে বেশি দেখা যায় কাইকেই।