পরপর বাতিল বিমান। বিমানবন্দরে ভিড়, ক্ষোভ। বহু মানুষ সময়ে পৌঁছতে পারছেন না গন্তব্যে। এমনকী নববিবাহিত দম্পতি বিমান বিভ্রাটের জেরে পৌঁছতে পারেননি নিজেদের বৌভাতের অনুষ্ঠানে।
2
8
চরম পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ নির্দেশিকায় আংশিক বদল এনেছে।
3
8
তবে, সেসবের মাঝেই উঠে আসছে আরও ভয়াবহ তথ্য। সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন সূত্রে খবর, এই বিমান বিভ্রাটের কারণে কলকাতা-দিল্লি বিমানের ভাড়া আচমকা বেড়ে গিয়েছে বিপুল পরিমাণে।
4
8
কিছুক্ষেত্রে বিমান ভাড়া এতটাই, যে ব্রিটেন ঘুরে চলে আসতে পারবেন পর্যটকরা ওই টাকায়। কারণ এই বিভ্রাট আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে সেই ধরনের কোনও প্রভাব ফেলছে না।
5
8
বেশকিছু ক্ষেত্রে বিমানের টিকিটের দাম বেড়ে গিয়েছে তিনগুণ। বিশ্বের অন্যতম ব্যস্ত রুট দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে ফিরতি ফ্লাইটের ভাড়া এখন ইকোনমি ক্যাটাগরিতে প্রায় ৬০,০০০ টাকা।
6
8
অন্যসময় শেষ মুহূর্তে এই রুটের বিমানের বুকিংয়ের দাম পড়ে ২০হাজার টাকা। শুক্রবার দিল্লির-চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, জয়পুর এবং লখনউয়ের কোনও বিমান নেই। আগামিকাল হায়দরাবাদে যেতে চাইলে, ৭,০০০ টাকার বেশি দামের ইকোনমি টিকিটের জন্য ৪৮,০০০ টাকা গুনতে হবে।
7
8
দিল্লি-কলকাতার জন্য, বিমানের আভড়া পড়ছে ৩২,০০০ টাকা। আগামিকাল একই রুটে রাউন্ড ট্রিপের জন্য ৮৫,০০০ টাকা লাগছে, যা ইউরোপ ভ্রমণের চেয়েও বেশি ব্যয়বহুল। সবচেয়ে সস্তা দিল্লি-লন্ডন ফ্লাইটের দাম প্রায় ২৫,০০০ টাকা, যেখানে দিল্লি-প্যারিসের টিকিটের দাম ২৫,০০০ টাকার নিচে।
8
8
ইন্ডিগো দিল্লি বিমানবন্দর থেকে মধ্যরাত পর্যন্ত সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।