কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে? ভেবে রেখেছেন ওই নির্দিষ্ট ট্রেনের টিকিট কেটেই পৌঁছে যাবেন গন্তব্যে। আর যদি তা বাতিল থাকে? গোটা প্ল্যান চপাট হওয়ার আগেই জেনেন নিন তথ্য।
2
8
এই দেশে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন ট্রেনে। যেমন নজর থাকে ব্যাঙ্কের দিকে, তেমন ট্রেন-বাস চলবে কী না, সাধারণ মানুষের মাসের শুরু থেকেই নজর থাকে সেদিকেও। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগস্ট মাস জুড়ে, দেশে নানা সময়ে, একাধিক ট্রেন বাতিল থাকছে।
3
8
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আগস্ট এবং সেপ্টেম্বরের শুরুতে, প্রয়োজনীয় ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং কারিগরি কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন পরিষেবা ব্যাহত হবে, যার সর্বাধিক প্রভাব চক্রধরপুর বিভাগের রুটগুলিতে পড়বে।
4
8
কবে, কোন ট্রেন বাতিল থাকবে- ১৮১৭৫/১৮১৭৬ হাতিয়া-ঝাড়সুগুদা মেমু এক্সপ্রেস। ১৮ আগস্ট-১০ সেপ্টেম্বর বাতিল থাকবে এই ট্রেন। ১৭০০৭ চরলাপল্লী-দরভাঙ্গা এক্সপ্রেস ২৬ আগস্ট, 9 সেপ্টেম্বর এই ট্রেন বাতিল।
5
8
১৭০০৮ দারভাঙ্গা-চারলাপল্লী এক্সপ্রেস ২৯ আগস্ট, ১২ সেপ্টেম্বর বাতিল। ১৮৫২৩ বিশাখাপত্তনম-বেনারস এক্সপ্রেস, ২৭ আগস্ট, ৩১ আগস্ট, ৭ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর চলবে না। ১৮৫২৪ বেনারস-বিশাখাপত্তনম এক্সপ্রেস ২৮ আগস্ট, ১ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর বাতিল।
6
8
১৭০০৫ হায়দ্রাবাদ-রাক্সৌল এক্সপ্রেস ২৮ আগস্ট বাতিল। ১৭০০৬ রক্সৌল-হায়দ্রাবাদ এক্সপ্রেস ৩১ আগস্ট বাতিল। ০৭০৫১, ০৭০৫২, ০৭০০৫, ০৭০০৬ চরলাপল্লি-রক্সৌল স্পেশাল ৩০ আগস্ট-৪ সেপ্টেম্বর বাতিল থাকবে। ১৮৩১০ জম্মু তাওয়াই-সম্বলপুর এক্সপ্রেস ৭ সেপ্টেম্বর বাতিল থাকবে। ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর চলাচল করবে না।
7
8
১৩৪২৫ মালদা টাউন-সুরাত এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর চলবে না। ১৩৪২৬ সুরাট-মালদা টাউন এক্সপ্রেস ৮ সেপ্টেম্বর বাতিল।
8
8
১৫০২৮ গোরক্ষপুর-সম্বলপুর এক্সপ্রেস ৮ সেপ্টেম্বর চলবে না। ১৫০২৭ সম্বলপুর-গোরখপুর এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর বাতিল থাকবে।