ভারতে ঘুরতে যেতে চান? আপনার মানিব্যাগে থাকা ভারতীয় নোটের পেছনের দিকটিই হতে পারে ভ্রমণের অনুপ্রেরণা!
2
9
ভারতীয় ব্যাঙ্কনোট শুধুমাত্র লেনদেনের মাধ্যম নয়, এগুলো একটি চলমান ইতিহাস। প্রতিটি মূল্যমানের নোটের পেছনে ছাপা রয়েছে ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যস্থল, যা দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। এগুলো ভারতের সমৃদ্ধ সংস্কৃতির এক জানালা খুলে দেয়।
3
9
৫০০ নোট: লাল কেল্লা, দিল্লি মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭শ শতকের লাল কেল্লা ছিল মুঘল সম্রাটদের প্রধান আবাসস্থল। এখান থেকেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ১৫ই আগস্ট ১৯৪৭ সালে স্বাধীনতার ভাষণ দেন। ২০১৬ সালের ১০ই নভেম্বর পুরনো ৫০০ নোট বাতিলের পর RBI এই নতুন নোট চালু করে। নিকটতম বিমানবন্দর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়াদিল্লি।
4
9
২০০ নোট: সাঁচী স্তূপ, মধ্যপ্রদেশ ভারতের অন্যতম প্রাচীন বৌদ্ধ স্মারক সাঁচী স্তূপটি সম্রাট অশোক তৃতীয় শতাব্দীতে নির্মাণ করেন। এটি ভারতের বৌদ্ধ ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। RBI এই নোটটি ২০১৭ সালের ২৫শে আগস্ট চালু করে। নিকটতম বিমানবন্দর: রাজা ভোজ বিমানবন্দর, ভোপাল।
5
9
১০০ নোট: রানী কি ভাভ, গুজরাট ১১শ শতকের চালুক্য রাজা ভীমা প্রথমের স্ত্রী রানি উদয়মতী দ্বারা নির্মিত এই প্রাচীন ‘স্টেপওয়েল’ বা সিঁড়িওয়ালা কুয়ো একটি উল্টো মন্দিরের নকশায় তৈরি। এটি জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। RBI এই নোটটি জুলাই ২০১৮-তে মহাত্মা গান্ধী নিউ সিরিজে চালু করে। নিকটতম বিমানবন্দর: সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, আহমেদাবাদ।
6
9
৫০ নোট: হাম্পির স্মারকসমূহ, কর্ণাটক দ্রাবিড় স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হাম্পির বিখ্যাত ভিট্টাল মন্দির চত্বরের পাথরের রথটি এই নোটে স্থান পেয়েছে। RBI ২০১৭ সালের ১৮ই আগস্ট ₹৫০ মূল্যের এই নতুন নোট চালু করে। নিকটতম বিমানবন্দর: জিন্দাল বিজয়নগর বিমানবন্দর, তোরণগল্লু।
7
9
২০ নোট: এলোরার গুহা, মহারাষ্ট্র বিশ্বের বৃহত্তম শিলাখণ্ড খোদাই করা গুহাসমূহের মধ্যে একটি, এলোরার গুহাগুলি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মীয় শিল্পকর্মে ভরপুর। একটি মাত্র শিলা থেকে খোদাই করে নির্মিত, এই গুহাসমূহকে ২০১৯ সালের ২৬শে এপ্রিল থেকে RBI ২০ মূল্যের নোটে অন্তর্ভুক্ত করে। নিকটতম বিমানবন্দর: ঔরঙ্গাবাদ বিমানবন্দর, চিলকালথানা।
8
9
১০ নোট: কোনার্ক সূর্য মন্দির, ওড়িশা ১৩শ শতকে গঙ্গ বংশের রাজা নারসিংহ দেব প্রথম নির্মিত এই সূর্য মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এটি একটি বিশাল রথের আকারে নির্মিত, যার গায়ে কলিঙ্গ শিল্পশৈলীর সূক্ষ্ম কারুকাজ রয়েছে। RBI ২০১৮ সালের ৫ই জানুয়ারি এই নতুন ১০ নোট চালু করে। নিকটতম বিমানবন্দর: বিজু পট্টনায়ক বিমানবন্দর, ভুবনেশ্বর।
9
9
আপনার মানিব্যাগে থাকা এই নোটগুলো শুধু লেনদেনের মাধ্যম নয়। এগুলো আপনাকে ভারতের ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক অসাধারণ সফরে নিয়ে যেতে পারে।