ইন্ডিয়ান ব্যাঙ্কের "আইএনডি সুপার ৪০০ দিন" হল একটি বিশেষ স্থায়ী আমানত বা এফডি প্রকল্প। যা ৪০০ দিনের মেয়াদের জন্য ১০,০০০ টাকা থেকে ৩ কোটি টাকার কম বিনিয়োগের জন্য উচ্চ সুদের হার প্রদান করে।
2
9
এই প্রকল্পটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বৈধ।
3
9
নিয়োগের পরিমাণ ৪০০ দিনের মেয়াদের জন্য ১০,০০০ টাকা থেকে ৩ কোটি টাকার কম।
4
9
এই প্রকল্পে বিনিয়োগকারী প্রয়োজনে মেয়াদপূর্ণ হওয়ার আগেই টাকা তুলে নিতে পারেন।