বর্তমান সময়ে মেয়েরা আর শুধু সংসার বা সম্পর্কের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেন না। শিক্ষা, কর্মজীবন, স্বপ্ন আর নিজের সিদ্ধান্ত-সবকিছুর ক্ষেত্রেই তাঁরা স্বাধীনভাবে এগিয়ে চলেছেন।
2
8
জ্যোতিষশাস্ত্র মতে, কিছু নির্দিষ্ট রাশির মেয়েদের মধ্যে এই স্বাধীনচেতা মনোভাব জন্মগতভাবেই বেশি দেখা যায়। তারা নিজের নিয়মে বাঁচতে ভালবাসেন এবং কোনও সম্পর্কেই নিজেদের হারিয়ে ফেলতে চান না।
3
8
বেশ কয়েকটি রাশির নারীরা স্বাধীনতা ভালবাসেন কারণ তাঁরা নিজেদের পরিচয়, আত্মসম্মান ও স্বপ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আপনিও আছেন এই তালিকায়? জেনে নিন-
4
8
মেষঃ মেষ রাশির মহিলারা অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী হন। তাঁরা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করেন এবং জীবনের লক্ষ্য ঠিক করে ফেললে, তার জন্য কারও অনুমতির অপেক্ষা করেন না। সম্পর্কে থেকেও তাঁরা নিজের স্পেস চান। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা বাধা তাঁদের একেবারেই সহ্য হয় না। স্বাধীনভাবে কাজ করা ও নিজের মতো করে এগোনোই তাঁদের জীবনের মূল চাওয়া।
5
8
মিথুনঃ এই রাশির নারীরা বুদ্ধিদীপ্ত ও কৌতূহলী হন। নতুন মানুষ, নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা তাঁদের আকর্ষণ করে। একই নিয়মে বাঁধা জীবন বা একঘেয়ে সম্পর্ক তাঁদের ভালো লাগে না। তাঁরা মানসিক স্বাধীনতাকে খুব গুরুত্ব দেন। নিজের মত প্রকাশ, প্রশ্ন করার স্বাধীনতা ও ব্যক্তিগত সময়—এই সবকিছুই তাঁদের কাছে জরুরি।
6
8
ধনুঃ ধনু রাশির মেয়েদের স্বাধীনতার আরেক নাম বললেও ভুল হয় না। ভ্রমণ, নতুন অভিজ্ঞতা আর জীবনের গভীর অর্থ খোঁজাই তাঁদের স্বভাব। কোনও নিয়মে বেঁধে রাখা বা অকারণে দায়িত্ব চাপিয়ে দেওয়া তাঁদের দমবন্ধ করে দেয়। তাঁরা বিশ্বাস করেন, জীবন একটাই-সেটিকে নিজের মতো করে উপভোগ করা সবচেয়ে জরুরি।
7
8
কুম্ভঃ এই রাশির নারীরা একটু আলাদা ধাঁচের হন। সমাজ কী বলবে বা লোকে কী ভাববে-এসব নিয়ে তাঁরা খুব একটা ভাবেন না। নিজের আদর্শ, চিন্তাভাবনা ও সিদ্ধান্তে তাঁরা দৃঢ় থাকেন। তাঁদের কাছে স্বাধীনতা মানে নিজের মতো করে ভাবা ও বাঁচার অধিকার। কোনও চাপ বা নিয়মে নিজেকে বদলানো তাঁরা পছন্দ করেন না।
8
8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশি মানুষের স্বভাবের একটি ইঙ্গিত মাত্র। তবে এই রাশির নারীদের জীবনে স্বাধীনচেতা মানসিকতা যে স্পষ্টভাবে ফুটে ওঠে, তা অস্বীকার করার উপায় নেই।