আধুনিক ক্রিকেটে ফ্যাভ ফোরের তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং স্টিভ স্মিথ। এর মধ্যেই এক তারকা রয়েছেন যিনি তাঁর ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যা রীতিমত চমকে দেবে আপনাকে।
2
8
ফ্যাভ ফোরের মধ্যে অন্যতম নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু এই বছর তিনি রয়েছেন ধারাভাষ্যের দায়িত্বে।
3
8
তারকা ক্রিকেটারদের কেরিয়ার ছাড়াও আমজনতার উৎসাহ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। তাঁরা কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে থাকছেন ইত্যাদি। কেন উইলিয়ামসনের জীবনটাও বেশ রোমাঞ্চকর।
4
8
উইলিয়ামসনের স্ত্রীর নাম সারা রহিম। জানা গিয়েছে, গত ন’বছর ধরে সম্পর্কে রয়েছেন কোন এবং সারা। বিয়ের আগেই তিন সন্তানের বাবা হয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
5
8
সারা রহিমের জন্ম নিউজিল্যান্ডে। তবে তিনি বড় হয়েছেন ইংল্যান্ডের ব্রিস্টলে। সারা পেশায় নার্স। সেই পেশার সূত্র ধরেই কেন উইলিয়ামসনের সঙ্গে আলাপ হয় তাঁর।
6
8
২০১৫ সালে একটি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন উইলিয়ামসন। সেখানে সারা তখন নার্সের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই আলাপ হয়ে পরবর্তীতে তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।
7
8
তবে তাঁরা বিয়ের জন্য বেশি তাড়াহুড়ো করেননি। ২০২০ সালে কন্যাসন্তান, ২০২২ সালে পুত্রসন্তান, ২০২৪ সালে আরও এক কন্যাসন্তান আসে তাঁদের ঘরে। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।
8
8
এই দম্পতিকে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৬ সালে। সম্পর্ক নিয়ে খুব বেশি তাঁরা কেউই মুখ খুলতে চাননি কোনওদিন। তবে তারকা দম্পতিকে একসঙ্গে দেখলে সেই ছবি ভাইরাল হয় নেটপাড়ায়।