এপ্রিলের ১০ তারিখ। দেশের কিছু রাজ্যে যেমন প্রবল দাবদাহ, তেমনই বেশকিছু রাজ্যে বজ্র-বিদ্যুত-সহ ঝড়-বৃষ্টি। জানুন কোন রাজ্যে আবহাওয়া কেমন?
2
8
ওড়িশার সম্বল্পুরে এদিন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তীব্র দাবদাহের কারণে সরকারি দপ্তরের সময়সীমা বদল করা হয়েছে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। জানা গিয়েছে পরিস্থিতি বিচারে দপ্তর সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা।
3
8
অন্যদিকে ব্যাপক ঝড়-বৃষ্টি-বজ্রপাত বিহার-উত্তরপ্রদেশে। বজ্রপাত ও শিলাবৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত বিহার। একনাগাড়ে শিলাবৃষ্টি ও বজ্রপাতের জেরে মৃত্যুমিছিল রাজ্য জুড়ে। পাশাপাশি শস্যেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
4
8
গত ৪৮ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেগুসরাইয়ের পাঁচজন, দরভাঙ্গার পাঁচজন, মধুবনির তিনজন, সমস্তিপুর ও সহরসায় দু'জন করে এবং গয়া ও লক্ষ্মীসরাইয়ে একজন করে মোট দু'জনের মৃত্যু হয়েছে।
5
8
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শিলাবৃষ্টির জন্য রবি শস্যের মারাত্মক ক্ষতি হয়েছে। পাশাপাশি আম, লিচুর ক্ষতি হয়েছে চম্পারন, মধুবনি, মুজাফফরনগর, দরভাঙ্গা, সীতামারহিতে। ১২ এপ্রিল পর্যন্ত দুর্যোগের আবহাওয়া থাকবে সে রাজ্যে, তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
6
8
ঝাড়খণ্ডের বেশকিছু অংশে ব্যাপক শিলাবৃষ্টি, ঝড়, বজ্রপাতের সম্ভাবনা। হাওয়া অফিস কমলা সতর্কতা জারি করেছে সেসব জায়গার জন্য।
7
8
উত্তরপ্রদেশের বেশকিছু জায়গায় ঝড়-বৃষ্টি সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি বিচারে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
8
8
১২ এপ্রিল পর্যন্ত রাজস্থানের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা।