টানা চার থেকে পাঁচদিন যে বঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেকথা আগেই বলেছিল হাওয়া অফিস। বুধ বৃহস্পতি জেলায় জেলায় ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাত ঘটেছে। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ-দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও, রেহাই মিলবে না সপ্তাহান্তে। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
2
7
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তার আগেই সকাল থেকে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে জেলায় জেলায়।
3
7
শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনায় তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
4
7
এখানেই শেষ নয়, শনিবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারি বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। সতর্কতা জারি শিলাবৃষ্টিরও।
5
7
রবিবার, অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বসন্তের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও।
6
7
হাওয়া অফিস জানাচ্ছে, অসময়ের এই বৃষ্টিতে বড় ক্ষতির সম্ভাবনা কৃষকদের। ক্ষতি হতে পারে পরিপক্ক রবি শষ্যের, এই সময়ের সবজির। ক্ষতির মুখে পড়তে পারে খড়ের ঘরগুলি। খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা।
7
7
এই পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে রবি শষ্য, অন্যান্য সবজি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার। বজ্রপাতের সময় বৈদ্যুতিন যন্ত্রপাতি থেকে দূরে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।