ফেব্রুয়ারির শেষে খামখেয়ালি আবহাওয়া। দক্ষিণবঙ্গ চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির হাত থেকে রেহাই পাবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও তুষারপাত চলবেই। বাংলা জুড়ে আবারও তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস রয়েছে। শীত বিদায়ের পরেও হালকা শিরশিরানি ফের অনুভূত হতে পারে।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
3
8
আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর টানা তিনদিন তাপমাত্রায় বড়সড় কোনও হেরফের হবে না।
4
8
আজ থেকে আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে প্রতি জেলায়। আপাতত ভোরে কুয়াশার সম্ভাবনাও নেই।
5
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দু'দিন তাপমাত্রা দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর টানা তিনদিন তাপমাত্রার কোনও বদল হবে না।
6
8
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শুধুমাত্র কোচবিহারে ঘন কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে।
7
8
সোমবারেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। মাঝে দিন কয়েক বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও, চলতি সপ্তাহান্তে ফের ভোগান্তি রয়েছে।
8
8
চলতি সপ্তাহান্তে একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। শুক্রবার, শনিবার, রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়।