শীতকাল এসেছে অপেক্ষার অবসান ঘটিয়ে। তবে এখনও ততটা নয়, ঠিক যতটার অপেক্ষা বঙ্গবাসীর। হা-হুতাশ দেখে মনে হচ্ছে তেমনটাই। অনেকেই বলছেন, এই কলকাতার শীতে আবার সোয়েটার পরাই যাচ্ছে না সেভাবে।
2
7
তবে কলকাতার পারদ পড়েছে কিছুটা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির ঘরে। শুক্রবার তা নেমে এসেছে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্র কম। অর্থাৎ এর আশেপাশেই সকাল সন্ধের দিকে থাকবে তাপমাত্রা।
3
7
আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে বলেও মত হাওয়া অফিসের।
4
7
অন্যদিকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রির ঘরে। মনে করা হচ্ছে স্বাভাবিকের চেয়ে অন্তত আড়াই ডিগ্রি কম থাকবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা। মুলত পরিচ্ছন্ন আকাশ থাকবে শহরের।
5
7
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমে আসবে ১০ ডিগ্রিতে। রাতের দিকে শীত অনুভূত হবে। অন্যদিকে পাহাড়ে তাপমাত্রা ৪ডিগ্রিতে নেমে গিয়েছে আগেই। আগামী এক সপ্তাহও পাহাড়ে এরকমই থাকবে আবহাওয়া। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। পার্বত্য এলাকায় দাপট দেখাবে ঘন কুয়াশা।
6
7
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি থাকার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা।
7
7
যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বিরাট পারদ পতনের সম্ভাবনা নেই উত্তর থেকে দক্ষিণ, কোনও জেলাতেই।