গত বছরের শেষ কয়েকদিন শীত যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল, নতুন বছরে তাতে যেন কিছুটা ভাটা। এমনিতেই, হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বুধ থেকে শুক্র, বাড়তে পারে তাপমাত্রা।
2
7
শুক্রবার, বছরের প্রথমদিনে ঠান্ডা তুলনায় কম, অন্তত পথচলিত মানুষেরা বলছেন তেমনটাই। যদিও খুব বেশি হেরফের হয়নি তাপমাত্রার।
3
7
শুক্রবার, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিনভর তাপমাত্রা তার আশেপাশেই থাকবে। শুক্রের সর্বোচ্চ তাপমাত্রা, বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কম। শুক্রেও সর্বনিম্ন তাপমাত্রা ১১'র ঘরে।
4
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন-চারদিন বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যার জেরে ভোরের দিকে কমবে দৃশ্যমানতাও।
5
7
কবে দক্ষিণবঙ্গে ফের ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? হাওয়া অফিস সূত্রে খবর, বছরের নতুন সপ্তাহে খুব বড় ইনিংস খেলবে না শীত। ভরপুর আমেজ ফিরতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে।
6
7
একই সঙ্গে, হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। শুক্রবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
7
7
হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকবে। সোমবার থেকে বদল ঘটতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া।