ভরা বসন্তে আবহাওয়ার হঠাৎ রূপবদল। শুক্রবার থেকে একটানা বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
2
8
বৃষ্টি হলেও, গোটা রাজ্যে স্বস্তির আবহাওয়া থাকবে না। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ, রোদে রীতিমতো অস্বস্তি অনুভূত হবে।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস।
4
8
গতকালের তুলনায় আজ সামান্য তাপমাত্রা কমলেও, আপাতত স্বস্তির আবহাওয়ার সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
5
8
মার্চ থেকে ঊর্ধ্বমুখী থাকবে পারদ। টানা মে মাস পর্যন্ত চড়া রোদে গলদঘর্ম দশা হতে চলেছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। বরং বৃষ্টিতে এখন থেকেই বাড়বে দুর্ভোগ।
7
8
আজ কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবারেও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।