আর দিন কয়েকের স্বস্তি। তারপরেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদে নাজেহাল দশা হবে বঙ্গবাসীর। মার্চের শুরু থেকেই চড়বে পারদ। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তীব্র গরম অনুভূত হবে মার্চ থেকেই।
2
8
তবে ফেব্রুয়ারির শেষদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় স্বস্তির আবহাওয়া থাকবে। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দুই জেলা ছাড়া বাংলার বাকি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও বদল হবে না। তারপরের দু'দিন তাপমাত্রা আরও দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
5
8
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ চড়ায়, গরমে অস্বস্তি অনুভূত হতে পারে।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফেব্রুয়ারির শেষে নতুন করে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে মার্চের শুরতেই তাপমাত্রা ফের দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
7
8
আজ উত্তরবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামিকাল, বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
আগামিকাল থেকে টানা তিনদিন, অর্থাৎ শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।