চলতি সপ্তাহে টানা কয়েকদিন ঝড়বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। উত্তর ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে নীচু এলাকার আবহাওয়াও বদলে যাচ্ছে।
3
8
ভারী বৃষ্টির জেরে গরম তো দূর অস্ত, হু-হু করে নামছে পারদ। কুয়াশার দাপট জারি রয়েছে রাজ্যে রাজ্যে। পাশাপাশি একাধিক রাজ্যে ভোরে ও সন্ধেয় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে।
4
8
মৌসম ভবন সূত্রে খবর, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকা বরফের চাদরে ঢাকা পড়েছে। এই তিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তুষারপাতের কমলা সতর্কতা জারি রয়েছে।
5
8
পাহাড়ের আবহাওয়া বদলে যাওয়ায়, মার্চে দিল্লি-এনসিআরে আবহাওয়ার রূপবদল। আজ, মঙ্গলবার ভোরে দিল্লিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফারিদাবাদের আবহাওয়াও বদলেছে।
6
8
ভোরে হালকা শীত ও কুয়াশার দাপট রয়েছে দিল্লিতে। চলতি সপ্তাহে টানা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে সর্বত্র। আগামী দু'দিন দিল্লির আবহাওয়া একই থাকবে।
7
8
আজ উত্তরপ্রদেশ ও বিহারেও হালকা বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দুই রাজ্যেই। মার্চের চলতি সপ্তাহে সবমিলিয়ে মনোরম আবহাওয়া থাকবে। গরমের দাপট শুরু হতে পারে পরের সপ্তাহ থেকে।
8
8
মৌসম ভবন আরও জানিয়েছে, এবছর মার্চ মাসে তুলনামূলক গরমের দাপট বেশি থাকবে। প্রায় সব রাজ্যেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। শুরুতে ঝড়বৃষ্টিতে পারদ নামলেও, আর দিন কয়েকের মধ্যেই তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।