এপ্রিলের শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা একাধিক রাজ্যে। হু-হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। রোদের তেজে এখনই ছারখার একাধিক রাজ্য। চলতি সপ্তাহে তাপপ্রবাহের জেরে সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
8
মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী দু'দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজধানীতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
3
8
সাধারণত কোনও এলাকার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে এবং পারদ ৪০ ডিগ্রি ছুঁলে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।
4
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা আরও ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে।
5
8
গতকালই তাপপ্রবাহের পরিস্থিতি ছিল উত্তর ভারতের একাধিক রাজ্যে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে পারদ ৪০ ডিগ্রির ঊর্ধ্বেই থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এই রাজ্যগুলিতে।
6
8
গত সপ্তাহে মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, চলতি বছরে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মূলত ১৬টি রাজ্যে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
7
8
এই তিন মাস পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং কর্নাটক ও তামিলনাড়ুর কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি দিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
8
8
সাধারণত গড়ে ৪ থেকে ৭ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকে। এবছর উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে ২-৪ দিন বেশি তাপপ্রবাহ চলতে পারে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশা-সহ কিছু রাজ্যের কয়েকটি এলাকায় টানা ১০-১১ দিন তাপপ্রবাহ চলতে পারে বলে।