জুনে দাবদাহের খেলা শুরু। চড়চড়িয়ে বাড়ছে পারদ। চড়া রোদে গলদঘর্ম দশা সাধারণ মানুষের। জ্বালাপোড়া গরমে অতিষ্ঠ সকলেই। জুনের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে তাপমাত্রার পারদ ছাড়াল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
2
6
তাপপ্রবাহের সতর্কতা আগেই জারি হয়েছিল দিল্লিতে। গতকাল, সোমবার দিল্লির অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারেও দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
3
6
উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী চারদিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দিল্লিতে। বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঞ্জাব ও হরিয়ানাতেও পাল্লা দিয়ে বাড়ছে পারদ। গতকাল হরিয়ানার সিরসায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। পাঞ্জাবের লুধিয়ানার কয়েকটি জায়গায় ৪৬ ডিগ্রি ছুঁয়েছিল পারদ।
4
6
গতকাল রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের উপকূলেও তীব্র গরম অনুভূত হবে।
5
6
একদিকে যেমন তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি, অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। উত্তর ভারত তীব্র গরমে পুড়লেও, দক্ষিণ ভারত জুড়ে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
6
6
মঙ্গলবার অসম, মেঘালয়, কর্ণাটক, কেরল ও মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।