অবশেষে বর্ষা বিদায়ের পালা। আগামী কয়েক ঘণ্টায় বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। সেই সঙ্গেই শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। আগামী সপ্তাহেই বাংলার আবহাওয়ায় বড়সড় বদল লক্ষ করা যাবে।
2
7
রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। তবে কোনও সতর্কতা জারি নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
3
7
আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত এই জেলাগুলিতেও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
4
7
আগামিকাল সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকাগুলি ভোরে কুয়াশায় ঢাকা পড়তে পারে।
5
7
আগামিকাল সোমবার থেকে আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সতর্কতা জারি নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তার জেরে নতুন করে কোনও দুর্ভোগ পোহাতে হবে না। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গে।
6
7
অন্যদিকে সোমবারের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির দাপট। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। হালকা শিরশিরানি অনুভূত হবে পাহাড়ি এলাকায়।
7
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর দু’-তিন দিন এই পরিস্থিতি চলতে পারে রাজ্যে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে। অন্যদিকে, সবমিলিয়ে আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।