সকাল না সন্ধে! বেলা বাড়তেই আবহাওয়ার রূপবদল। ঘন মেঘে ঢাকল আকাশ। কিছুক্ষণেই ঝেঁপে নামল বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। বেলা গড়াতেই বৃষ্টির দাপট আরও বাড়ল। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
3
8
আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ গত কয়েকদিনের তুলনায় সামান্য কম থাকবে।
4
8
আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
8
অন্যদিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তুমুল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি হয়নি।
6
8
শনিবার আবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
7
8
সেদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ও নদিয়ায় কমলা সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ, শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে সতর্কতা জারি হয়নি।