মাঝে সময় বয়ে গিয়েছে বছর বছর। ক্যালেন্ডারের হিসেবে চার দশকের কিছু বেশি। এই সময়ে আমূল বদলে গিয়েছে সমাজ, জীবন। বদলে গিয়েছে দেশের সরকার।
2
9
তবু এক ঘটনা, এক প্রশ্ন এবং প্রায় একই উত্তর এক ধাক্কায় মনে পড়িয়ে দিল ৪১ বছর আগে ঘটনা।
3
9
মহাকাশে গিয়েছেন ভারতের শুভাংশু শুক্লা। ইতিহাস গড়েছেন, প্রথম ভারতীয়, যিনি পাড়ি দিয়েছেন ইন্টারন্যাশন্যাল স্পেস স্টেশনে।
4
9
শনিবার তাঁর সঙ্গে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী কথা হয়েছে দু’ জনের?
5
9
মহাকাশ থেকে পৃথিবীকে ভারতকে কেমন দেখছেন শুভাংশু? প্রধানমন্ত্রীকে দেশের গর্ব জানান, শুভাংশু বলেছেন,
6
9
ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আমরা প্রথমবার ভারতকে দেখেছিলাম, তখন আমরা দেখেছি যে ভারত সত্যিই খুব দুর্দান্ত দেখাচ্ছে, মানচিত্রে আমরা যা দেখি তার চেয়ে অনেক বড় দেখাচ্ছে।‘
7
9
শুভাংশুর এই উত্তরই পিছিয়ে নিয়ে গিয়েছে সময়কে, চার দশক। ১৯৮৪ সালে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, ‘মহাকাশ থেকে ভারত কেমন দেখতে লাগছে আপনার?’
8
9
উত্তরে রাকেশ বলেছিলেন, ‘কোনও দ্বিধা ছাড়াই বলতে পারি, গোটা দুনিয়ার থেকে সুন্দর।‘ শুভাংশু মহাকাশ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই উঠে এসেছে ৪১ বছর আগে স্মৃতিচারণা।
9
9
উল্লেখ্য, আইএসএস থেকে হিন্দিতে দেওয়া ভাষণে, শুক্লা ভারতের উদ্দেশ্যে তাঁর বার্তায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: