সোনার পাশাপাশি শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) রূপোর দামও সামান্য কমেছে।
2
8
ধনতেরাসের আগে যা আম আদমির জন্য সুখবর। বৃহস্পতিবারের তুলনায়, ১৭ অক্টোবর রূপার দাম আট হাজার টাকা কমেছে।
3
8
বিশ্বব্যাপী রূপোর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রূপো এখন ইলেকট্রনিক পণ্য এবং সৌর প্যানেলে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। মোট চাহিদার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার হয়ে থাকে শিল্পের জন্য।
4
8
এবার একনজরে দেখে নিন কলকাতা-সহ ভারতের ১০টি বড় শহরে শুক্রবার রুপোর দাম কত?
5
8
দিল্লিতে ১ কেজি রূপোর দাম ১৮৫,০০০ টাকা। মুম্বইতে সমপরিমাণ রূপাোর দাম ১,৮৫,০০০ টাকা। আহমেদাবাদে এক কিলোগ্রাম রূপোর দাম ১,৮৫,০০০ টাকা।
6
8
চেন্নাইতে ১ কিলোগ্রাম রূপোর দাম ২,০৩,০০০ টাকা। গুরুগ্রামে দাম ১,৮৫,০০০ টাকা। লখনউতে ১ কিলোগ্রাম রূপোর দাম ১,৮৫,০০০ টাকা।
7
8
বেঙ্গালুরুতে ১ কিলোগ্রাম রূপোর দাম ১,৯৩,৯০০ টাকা।
8
8
কলকাতায় শুক্রবার ১ কিলোগ্রাম রূপোর দাম ১,৮৫,০০০ টাকা।