আর মাত্র এক মাসের কিছু সময় বাকি এই বছরটা শেষ হতে। গোটা বছর যেমন-তেমন কাটলেও, বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা ভাল কাটুক, এমনটাই চান সকলে। কিন্তু সব চাওয়া কী আর মেলে?
2
6
২০২৫ এর শেষটা মোটেই ভাল যাবে না ৪ রাশির। একটু অসতর্ক হলেই বিপদ ওত পেতে বসে রয়েছে। এঁদের সমস্যায় পড়তে হতে পারে ডিসেম্বর মাসে। তালিকায় রয়েছেন কোন ৪ রাশির জাতকেরা জেনে নিন।
3
6
মেষ: এই রাশির শত্রুরা এঁদের ক্ষতি করার চেষ্টা করবে এই সময়। বারংবার বাধার মুখে পড়তে হতে পারে কাজের ক্ষেত্রে। তবে ধৈর্য হারালে চলবে না। এতে ক্ষতি বই উপকার হবে না। রাগ, ক্ষোভ হলেও প্রকাশ না করে, বরং বুঝে কথা বলুন। কোনও গোপন কথা কারও সঙ্গে। ভাগ না করাই বাঞ্ছনীয়।
4
6
মিথুন: দুর্ঘটনা ওত পেতে রয়েছে। অসতর্ক হলেই বিপদ ঘটবে। রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। নিজে গাড়ি চালালে সাবধান থাকুন। কঠোর পরিশ্রম করলেও এই সময় ফলের আশা কম। কিন্তু ধৈর্য হারাবেন না, ভেঙে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে, ঝামেলা এড়িয়ে চলুন।
5
6
কুম্ভ: জলের মতো বেরোবে টাকা। ঋণের বোঝা বাড়তে পারে এই রাশির জাতকদের। ফলে এই সময় ঋণ নেওয়া এবং দেওয়া, দুই থেকে বিরত থাকাই ভাল এই রাশির জাতকদের জন্য। হুটহাট করে যাতে খুশি তাতে বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রেও জটিলতা বাড়ার যোগ রয়েছে। সতর্ক থাকুন।
6
6
মীন: এই রাশির জাতকদের উচিত এই মাসটা চোখ কান খোলা রেখে চলা। কর্মক্ষেত্রে সচেতন থাকুন, অকারণ জটিলতায় জড়াবেন না। শত্রুরা আপনার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। সংসারেও নানা জটিলতা দেখা দিতে পারে।