পৃথিবীতে প্রতি বছর ধীরে ধীরে বাড়ছে গরম। এরফলে প্রতিটি দেশ এবার চিন্তিত। প্যারিস চুক্তি অনুসারে সকল দেশ একসঙ্গে কাজ করছে। তবে কতটা সেটা ফল দেবে।
2
8
বিজ্ঞানীদের মতে, চলতি বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। এটি পৃথিবীর মানুষের কাছে বিরাট চাপের হবে।
3
8
শুধু চলতি বছরেই নয়, প্রতি বছরেই পৃথিবীর এই তাপমাত্রা অতি দ্রুত হারে বাড়বে। একে রোখা এখন কার্যত অসম্ভব।
4
8
বিগত কয়েক বছরে এই উষ্ণতার পরিমান ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার আগামীদিনে এর পরিমান বাড়বে।
5
8
২১০০ সাল থেকে পৃথিবীর এই তাপমাত্রা বেড়েছে। ফলে সেখান থেকে এবার এটি চলতে থাকবে। আগামীদিনে এর মাত্রা আরও বাড়বে।
6
8
গ্লোবাল ওয়ার্মিংয়ের পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন এর জন বিরাট দায়ী। প্রতিদিন ধীরে ধীরে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়েছে। একে আটকানো এখন প্রায় অসম্ভব।
7
8
২০২৩ সালের হিসেব অনুসারে বিশ্বে কার্বনের পরিমান বেড়েছে ৪১ শতাংশ। ফলে সেখান থেকে এর পরিমান আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছে।
8
8
২০২৪ সালে পৃথিবীতে গড় তাপমাত্রা রেকর্ড করেছে। চলতি বছরেও সেই রেকর্ড আরও ছাপিয়ে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।