৬ ডিসেম্বর আরও এক বছর বয়স বাড়ল অভিনেত্রী, নৃত্যশিল্পী দেবলীনা কুমারের। এদিন তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনেই একগুচ্ছ বোল্ড ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন নায়িকা। কী বললেন তাঁর স্বামী তথা, অভিনেতা, গৌরব চট্টোপাধ্যায়।
2
5
এদিন দেবলীনা কুমার যে ছবিগুলো ভাগ করেছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো ব্রা এবং ডেনিম শর্টস পরে রয়েছেন। সঙ্গে বোতাম খোলা একটি কালো শার্ট। চোখে রোদচশমা।
3
5
বলাই বাহুল্য, শীতের মরশুমে তাঁর এই বোল্ড ছবি সমাজমাধ্যমে উষ্ণতা ছড়িয়েছে। দেবলীনা এদিন এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'বয়স বাড়ছে? সেটা কী?' অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টে।
4
5
দেবলীনার বেটার হাফ, তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন তাঁদের। সঙ্গে লেখেন একটি আদুরে শুভেচ্ছা বার্তা। গৌরব লেখেন, 'তোমার মধ্যে থাকা ছোট শিশুটিকে কখনও বড় হতে দিও না। শুভ জন্মদিন।'