সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত বৃহস্পতিবার মন্তব্য করেছেন, দিল্লির বিষাক্ত বাতাস পরিষ্কার করার জন্য বিচার বিভাগের কাছে "যাদুর কাঠি" নেই। তাই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আদালতের নির্দেশের চেয়ে ক্ষেত্র বিশেষজ্ঞ এবং সরকার থেকে আসা উচিত।
6
7
তাঁর মতে, মামলা নয়, দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই দিল্লি-এনসিআর জুড়ে পরিষ্কার বাতাসের জন্য হাঁপিয়ে ওঠা লক্ষ লক্ষ মানুষকে প্রকৃত স্বস্তি দিতে পারে।
7
7
মামলার মাঝেই এদিন তিনি বলেন, 'এটি সমগ্র দিল্লি-এনসিআর-এর একটা সমস্যা। মানুষ সত্যিই কষ্ট পাচ্ছে। কিন্তু আমাদের বলুন তো, স্থায়ীভাবে এর সমাধানের জন্য বিচার বিভাগ কী জাদুর কাঠি বের করতে পারে? আমরা কি আদেশ দিতে পারি এবং বাতাস পরিষ্কার হয়ে যায়?'