দীপাবলির আগে থেকেই আশঙ্কা থাকে। প্রায় প্রতি বছর সেই আশঙ্কা সত্যি হয়ও। এবারেও অন্যথা হল না শুধু নয়, এবার দীপাবলি পেরোতেই দিল্লি খেতাব জিতল।
2
7
দীপাবলির পরের দিন দিল্লির বাতাসের গুণগত মান বরাবরই ভয়াবহ জায়গায় চলে যায়। সোমবার রাতে দেদার বাজি ফেটেছে। একেই তো দিল্লির বাতাসের গুণগত মান ‘খারাপ’ পর্যায়ে থাকে। যা আরও খারাপ পর্যায়ে গিয়েছে মঙ্গলবার সকালে।
3
7
বেলা গড়াতেই জানা গেল, দীপাবলির পরের দিন, বিশ্বের সবচেয়ে দূষিত শহর সেই দিল্লিই।মঙ্গলবার দিল্লির বাতাসের মান বিপদজনক পর্যায়ে নেমে গেছে। সুইস গ্রুপ আইকিউএয়ারের মতে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ মাত্রায় বাতাসের মান হ্রাস পেয়েছে, যার আংশিক কারণ হিসেবে দীপাবলির রাতে আতশবাজি পোড়ানোকে মনে করা হচ্ছে।
4
7
তথ্য, আইকিউএয়ারের রিডিং ছিল ৪৪২। মঙ্গলবারসকাল সাতটায় বাতাসের গুণগত মান ছিল ৩৪৭। যাকে ‘খুব খারাপ’ বলা হয়। গত বছর দিওয়ালির পরের দিন সকালে গুণগত মান ছিল ৩৫৯।
5
7
দিল্লির অন্যান্য জায়গার মধ্যে সকাল ছ’টায় আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৩৫২। লোধি রোডে ৩৩৪। চাঁদনি চকে ছিল ৩৪৭।
6
7
সুপ্রিম কোর্ট এবার সবুজ আতশবাজি ফাটানোর কথা বলেছিল। যাতে দূষণ কম হয়।
7
7
কিন্তু দিল্লিতে অবস্থার কোনও উন্নতি লক্ষণীয় নয়, তা বোঝা গেল দীপাবলি পেরোতেই।