আজকাল ওয়েবডেস্ক: আজ ৭ জুন ২০২৫, শনিবার। এমনিতেই শনিবার গ্রহরাজ শনির দিন। তার উপর আজ জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। আজই পালিত হচ্ছে রাম-লক্ষ্মণ দ্বাদশী। অন্যদিকে সারাদিন চন্দ্র তুলা রাশিতে থাকবেন। ফলে চন্দ্রের অবস্থান, গ্রহ-নক্ষত্রের স্থানচ্যুতি ও জ্যোতিষপঞ্জীর হিসেব বলছে—আজকের দিনটি অনেক রাশির জন্যই হতে পারে মোড় ঘোরানোর দিন। কেউ নতুন সিদ্ধান্ত নেবেন, কারও জীবনে আসবে পুরনো বন্ধুর প্রত্যাবর্তন, আবার কেউ অনুধাবন করবেন নিজের গোপন শক্তিকে।
2
13
মেষ: আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, তবে নতুন কাজ শুরুর আগে পরামর্শ নেওয়া জরুরি। সন্ধ্যার পর সম্পর্কের টানাপোড়েন মিটে যেতে পারে। শারীরিকভাবে ক্লান্ত লাগলেও মানসিকভাবে চাঙ্গা থাকবেন।
3
13
বৃষ: অর্থলাভের যোগ স্পষ্ট। পুরনো কোনও পাওনা আজ ফেরত পেতে পারেন। তবে অহেতুক খরচ থেকে বিরত থাকুন। পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।
4
13
মিথুন: চাকরি বা ব্যবসায় নতুন কারও সঙ্গে যোগাযোগ হবে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। দুপুরের পর আবেগপ্রবণ সিদ্ধান্ত না নেওয়াই ভাল। বন্ধুদের সঙ্গে সময় কাটলে মন ভাল থাকবে।
5
13
কর্কট: আজ মন একটু বেশি আবেগপ্রবণ থাকবে। বিশেষ করে প্রিয়জনের সঙ্গে পুরনো বিষয় নিয়ে আলোচনা না করাই ভাল। খরচ সামলে চলা জরুরি।
6
13
সিংহ: যাঁরা শিল্প, সাহিত্য বা গণমাধ্যমে যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি শুভ। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে। দাম্পত্যে নতুন করে রোম্যান্সের আবহ আসবে।
7
13
কন্যা: যাঁরা ডায়েট করতে চান বা কোনও নেশা ছাড়তে চান, কিংবা অন্য কোনও দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে চান, তাঁদের জন্য আজ উপযুক্ত দিন। স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। ধৈর্য ধরলে সাফল্য আসবে।
8
13
তুলা: শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন কাজের সুযোগ পেতে পারেন। প্রেম জীবনে সুখকর মুহূর্ত আসবে। দাম্পত্যে কিছুটা মতান্তর হতে পারে, তবে খোলামেলা কথোপকথনে সমাধান সম্ভব।
9
13
বৃশ্চিক: কর্মক্ষেত্রে বড় দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা থাকলেও নিজেকেই মূল সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। আত্মীয়ের কাছ থেকে উপকার পেতে পারেন।
10
13
ধনু: ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে আজ ভাল সময় আসবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আর্থিক বিষয়ে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে।
11
13
মকর: আজ এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্লেষণের দিন। আয়-ব্যয়ের হিসেব মিলিয়ে দেখুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ আলোচনা ফলদায়ক হতে পারে। পারিবারিক কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও তা দ্রুত কাটিয়ে উঠবেন।
12
13
কুম্ভ: গাড়ি কেনার যোগ রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ আসতে পারে। দাম্পত্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। মানসিক চাপ কমবে। প্রযুক্তি বা আইটি পেশার সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর অপেক্ষা করছে।
13
13
মীন: অর্থ ও কর্মক্ষেত্রে অগ্রগতি হতে পারে। তবে অতিরিক্ত উত্তেজনা দেখাবেন না, কাজের ক্ষতি হতে পারে। প্রেম বা দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরির আশঙ্কা রয়েছে।