ফের আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। করোনা আতঙ্ক। অতিমারীকাল কেটে গেলেও, ঘুরে ফিরে আসছে আতঙ্ক। ফের একবার এশিয়ায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। সিঙ্গাপুর, হংকং, চিন এবং থাইল্যান্ডের মতো দেশগুলিতে নতুন সংক্রমণের ঢেউ যেভাবে আছড়ে পড়েছে, তাতে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে।
2
9
কেবল সিঙ্গাপুরেই, ২০২৫ সালের মে মাসের প্রথম দিকে সংক্রমণের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে ১৪,০০০-এরও বেশি হয়েছে, যা এপ্রিলের শেষ সপ্তাহেও ছিল ১১,১০০। হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে।
3
9
শুধু সিঙ্গাপুর নয়, হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে হংকং, চিনে। স্বাভাবিকভাবেই গ্রাফ দেখে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি এখন ভ্রমণ করা যাবে না ওই দেশগুলিতে? পরিস্থিতি কি সেখানে? দেখে নিন এক নজরে-
4
9
হংকং-স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, হংকংয়ে করোনার নতুন ঢেউয়ের কথা। মার্চ মাসের পর থেকে সেখানে সংক্রমণের হার ১.৭% থেকে বেড়ে ১১.৪% হয়েছে, যা ২০২৪ সালের আগস্টের সর্বোচ্চ স্তরের তুলনায়ও বেশি।
5
9
হংকংয়ে ৮১ জন অতি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ বলে খবর সূত্রের। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ব্যক্তি যাঁদের আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা ছিল।
6
9
সিঙ্গাপুর- তথ্য, মে মাসের শুরুতে সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৮% বৃদ্ধি পেয়েছে, সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা ১৪,২০০-এ পৌঁছেছে এবং প্রতিদিন হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ৩০% বেড়েছে।
7
9
একই অবস্থা চিন এবং থাইল্যান্ডেও। এই অবস্থায় পরিস্থিতি কতটা চিন্তার? তথ্য, যাঁরা সুস্থ, অর্থাৎ ভ্যাকসিন নেওয়া এবং গুরুতর রোগের শিকার নন, তাঁদের ক্ষেত্রে এই নতুন ঢেউ খুব একটা ক্ষতির বা ভয়ের নয়।
8
9
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, যাঁরা বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, অথবা যাঁদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তাঁদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়।
9
9
যদি কারও শেষ টিকার ডোজ এক বছরেরও বেশি আগে হয়, তাহলে বুস্টার ডোজ নেওয়ার কথা ভাবতে পারেন। এছাড়াও, ভিড়ের মধ্যে মাস্ক পরা এবং অসুস্থ বোধ করলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।