দীর্ঘ ৫০ বছর পর তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ। ধনু রাশিতে এই যোগ তৈরি হচ্ছে। এতে যে চারটি গ্রহ থাকবে সেগুলো হল সূর্য , মঙ্গল, শুক্র এবং বুধ। ডিসেম্বরের শেষে তৈরি হচ্ছে এই যোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর ফলে লাভবান হবেন ৫ রাশির জাতকেরা। টাকার সাগরে ভাসবেন তাঁরা। তালিকায় আছেন কারা?
2
6
মেষ: ভাগ্য আপনার সহায় থাকবে এই যোগের কারণে। উচ্চশিক্ষা লাভ করতে চাইলে সফলতা পাবেন। সমাজে খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
3
6
বৃষ: হঠাৎ সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিকভাবে স্বচ্ছল হবেন। বৈবাহিক জীবনে কোনও জটিলতা তৈরি হয়ে থাকলে সেটা কেটে, সুসময় আসবে।
4
6
বৃশ্চিক: মানুষ আপনাদের থেকে পরামর্শ নেবে। আপনার কথার গুরুত্ব বাড়বে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। বহুদিন ধরে যে টাকা পাওয়ার কথা, অথচ পাননি, সেটা এই সময় পাবেন।
5
6
কুম্ভ: আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। বিনিয়োগ করলে সেটার থেকে বিশাল লাভবান হবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায়ী হলে লাভের মুখ দেখবেন।
6
6
মীন: কর্মক্ষেত্রের জন্য ভীষণই ভাল সময় এই রাশির জাতকদের। পদোন্নতি থেকে কাজের জন্য প্রশংসা নিশ্চিত। নতুন চাকরি খুঁজে থাকলে এই সময় পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল হবে।